ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। এই সরকারের শুরুতে 'ছাত্র প্রতিনিধি' হিসেবে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে উপদেষ্টা রাখা হয়। এদের মধ্যে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি নামের নতুন দলও গঠন করেছেন তিনি।
নাহিদ ইসলামের পদত্যাগের পর গুঞ্জন ওঠে আসিফ মাহমুদও পদত্যাগ করতে পারেন। তবে সেটি নির্বাচনের আগে। এ ছাড়া পদত্যাগ করে তিনি নাহিদ ইসলামের দল এনসিপিতে যোগ দিবেন বলে ধারণা।
তবে আসিফ মাহমুদ বললেন, 'ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন সরকারের এই উপদেষ্টা।
অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্বের পর রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, "এখনো এবিষয়ে সিদ্ধান্ত নেইনি, যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা বেস্ট অপশন বা ভালো মনে হবে সেখানে যোগ দিতে পারি। ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে, এমন কোন বাধ্যবাধকতা নেই।"
গতকাল দেশের একটি বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত সাক্ষাৎকারেও অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টাকে এমন বক্তব্য দিতে শোনা যায়।
ওই সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, ‘নতুন রাজনৈতিক দল হয়েছে। যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই (দলটি) করেছেন। সেখানে আগ্রহ তো আছেই। তবে আমি যখন রাজনীতি করার কথা চিন্তা করব, তখন আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব। সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে। নট নেসেসারি নতুন রাজনৈতিক দলই হতে হবে।’
আরআর/এসএন