জুলাই বিপ্লবে আহতদের অভিযোগ নিয়ে নিটোরে দুদক টিম

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবাসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ টিম।

রোববার (২৭ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয় থেকে সহকারী পরিচালক রাশেদের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছেন বলে সংস্থাটির জনসংযোগ দপ্তর জানিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিভিন্ন বাহানায় হাসপাতাল কর্মচারীদের রোগী থেকে টাকা হাতিয়ে নেওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। যে কারণে গত ১০ মার্চ মারামারির ঘটনাও ঘটে। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে হাসপাতাল কর্মচারীদের সংঘর্ষে সেদিন চিকিৎসা বন্ধ থাকে প্রায় ৪ ঘণ্টারও বেশি সময়।

অভিযোগ রয়েছে, ৫০০ টাকার ব্লাড ৫/৭ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে। এছাড়া বিভিন্ন পরীক্ষা, স্ট্রেচারে আনা-নেওয়া ও বিভিন্ন সেবাকে কেন্দ্র করে অসহায় রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। জুলাই-আগস্টে আহতদের প্রতিবাদের কারণে হাসপাতালের কিছু স্টাফ ও দালালদের ঘুষ নেওয়া বন্ধ হয়ে যায়। সে কারণেই পরিকল্পিতভাবে হামলা হয়েছিল বলে জানা গেছে।

সূত্র বলছে, যে কোনো দুর্ঘটনা বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নিম্ন আয়ের মানুষের শেষ আশ্রয়স্থল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল। রোগীদের মধ্যে বেশিরভাগ সড়ক দুর্ঘটনায় আহত। মানুষের ভিড় ঠেলে, টিকিট কেটে ডাক্তার পর্যন্ত পৌঁছাতে গলদঘর্ম হতে হয় রোগীদের, তারপরও মেলে না কাঙ্ক্ষিত সেবা। হাসপাতালটিতে লোকবল সংকটও রয়েছে। এক হাজার শয্যার এই হাসপাতালটিতে রোগী ভর্তির পরিমাণ ধারণের চেয়েও বেশি। এই সুযোগে বিভিন্ন পরীক্ষা, স্ট্রেচারে আনা-নেওয়া ও বিভিন্ন সেবাকে কেন্দ্র করে অসহায় রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু কর্মচারী।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দৈনন্দিনের যেসব অভ্যাস বাদ দিলে ভালো থাকবে লিভার Apr 27, 2025
img
গোপন কক্ষ থেকে পল্লবীর চিহ্নিত দুই সন্ত্রাসী গ্রেফতার Apr 27, 2025
img
লামিয়ার শোকাহত পরিবারের পাশে তারেক রহমান Apr 27, 2025
img
২৪ ঘণ্টার মধ্যে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে Apr 27, 2025
img
সহ-অভিনেতাকে চড়! মর্যাদার প্রশ্নে কখনও আপস করেননি মৌসুমী Apr 27, 2025
img
বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন : আলী রীয়াজ Apr 27, 2025
img
পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ Apr 27, 2025
img
মসজিদে শিশু ধর্ষণ, মুয়াজ্জিনের যাবজ্জীবন কারাদণ্ড Apr 27, 2025
img
‘সংস্কার প্রস্তাবের ঐকমত্যের বিষয়ের বাইরে সংস্কারের সুযোগ নেই’ Apr 27, 2025
img
আরাকানে স্বাধীন মুসলিম রাজ্য চায় জামায়াত Apr 27, 2025