বিমানের ইকোনমি ক্লাসে বসে প্রশংসায় ভাসছেন রজনীকান্ত

দক্ষিণের সুপারস্টার রজনীকান্তকে বলা হয় মহাতারকা। ভারতের কোনো কোনো স্থানে তাকে দেবতার মতো সম্বোধনও করা হয় বলে শোনা যায়। এছাড়াও তার সিনেমা হিটের অসংখ্য নজির তো রয়েছেই।

এমনই এক তারকাকে খানিকটা সাধারণভাবে চলতে দেখলে যে কেউ চমকে যাবে। নিজের স্টারডমকে সরিয়ে রেখে বিমানের ইকোনমি ক্লাসেই সফর করলেন এই নায়ক।

এ সময় আর সাধারণ যাত্রীদের উচ্ছ্বাসও ছিল দেখার মতো। মুহূর্তে বিমানটি হয়ে উঠল যেন একটা সিনেমা হল। হাততালি ও সেই উচ্ছ্বাসকে অনায়াসে সামলাতে হাসিমুখে হাত নাড়লেন রজনীকান্ত, তারপর বসে পড়লেন নিজের আসনে।

বলা বাহুল্য, এমন ‘ডাউন টু আর্থ’ এক সুপারস্টারকে দেখে অভিভূত নেট ভুবন। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও।

এই নায়কের আসল নাম শিবাজি রাও গায়কোয়াড়। তবে জনপ্রিয় রজনীকান্ত নামেই। এক সময় খুব সংকটের জীবন ছিল তার। কখনও কুলি হয়ে জিনিসপত্র টেনে দিয়েছেন, কখনও বাসের টিকিট কেটেছেন কন্ডাক্টর হয়ে। আর এখন তিনি ৪০০ রুপির মালিক।

সারা বিশ্বে এই নায়কের অনুসারীও অসংখ্য, রয়েছে ব্যাপক খ্যাতি। এমন সময়েও নিজের সেই শুরুর দিনগুলো ভোলেননি তিনি। তাই আকাশে উড়েও পা তার মাটিতেই- এমনই বলছেন নেটিজেনরা।

আরএম/এসএন 


Share this news on: