বাংলাদেশের সাথে লাগতে আসবেন না, টিকতে পারবেন না — শুভেন্দুকে নুরের হুঁশিয়ারি

ভারতকে হুঁশিয়ারি দিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশের দিকে আগাতে এলে ভারত টিকতে পারবে না। তিনি বলেন, "ভারতের কিছু নেতা, শুভেন্দু সহ, বলছে বাংলাদেশ দখল করে নেবে। আমরা স্পষ্ট করে বলি, বাংলাদেশের সাথে লাগতে আইসেন না। পাকিস্তান ও চীনের চাপেই তো ভারত দিশেহারা। তার ওপর যদি বাংলাদেশ চাপ দেয়, ত্রিমুখী গুতায় ভারত টিকতে পারবে না।"

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের শেরে বাংলা পার্কের মুক্তমঞ্চে গণ অধিকার পরিষদ পঞ্চগড় শাখার আয়োজনে এক গণসমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

নুরুল হক নুর বলেন, "ফ্যাসিবাদের পতন ঘটেছে, তবে এখন রাজনৈতিক অঙ্গনে অনৈক্য দেখা যাচ্ছে। বিভিন্ন দল নিজেদের আধিপত্য বিস্তারে ব্যস্ত হয়ে পড়ছে।" তিনি আরও বলেন, "গণঅভ্যুত্থানে শুধু আওয়ামী লীগ সরকারের পতন ঘটেনি, ছাত্রজনতা ভারতের আধিপত্যও প্রতিহত করেছে। আওয়ামী লীগ ভারতের দাস ছিল, এখন তারা ভারতে পালিয়ে গিয়ে হিন্দু নাম ধারণ করেছে। চব্বিশের পর বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই।"

ভিপি নুর আরও বলেন, "আওয়ামী লীগ ভারতের এক্সটেনশন এজেন্ট, ভারতের গোলামি করা একটি রাজনৈতিক দল। ২৪-এর গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। তাদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।"

তিনি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ চিনিকল চালু করা এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির কথাও বলেন।

গণসমাবেশে গণঅধিকার পরিষদ পঞ্চগড়ের আহ্বায়ক মাহফুজার রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ প্রমুখ।

সমাবেশের আগে, বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুক্তমঞ্চে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।


এসএস/এসএন

Share this news on: