পরিবেশ বান্ধব পোশাক পড়ে সাড়া জাগালেন দর্শনা

এবারের ঈদে মুক্তি পেয়েছিল দর্শনা বণিকের চলচ্চিত্র অন্তরাত্মা। শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করা এই ছবিটির অধিকাংশ শুটিং হয়েছিল পাবনায়। কয়েক বছর আগে শুটিং এর সময় দর্শনা বণিকের কলকাতা থেকে আসা- বেশ আলোড়ন তৈরি করেছিল। কিন্তু চলচ্চিত্রের মুক্তির সময় কোনো আলোচনাই ছিল না, বরং নিরবে মুখ থুবড়ে পড়ে চলচ্চিত্রটি।

এ কারণে দর্শনাও কষ্ট পেয়েছেন। সে কথা জানিয়েছিলেনও।

তবে এসবের বাইরে দর্শনা থাকেন ফুরফুরে মেজাজে। এই যেমন দর্শনাকে দেখা গেল একটি রিসোর্টে।

যেখানে তাকে একটি টি শার্টের সঙ্গে ডেনিমের প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়। তবে এই প্যান্ট সাধারণ প্যান্টের মতো নয়। ডেনিমের এই প্যান্ট দুই ভাগে বিভক্ত। দর্শনা নিজেকে সেভাবেই প্রকাশ করলেন ভিডিও ও ছবিতে।

জানা গেল নেপথ্যের গল্পও।

অনেকেই প্রথম দেখাতেই মনে করতে পারেন দর্শনা নতুন ফ্যাশনে নিজেকে প্রকাশ করলেন। হ্যাঁ সেটা সত্য, তবে নতুন কাপড়ে নয়, পুরনো জিন্স কেটে তিনি তার এই নতুন ফ্যাশন প্রকাশ্যে আনলেন। এ বিষয়ে দর্শনা নিজেই সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, রিসাইকেল্ড ড্রেস।

তিনি লিখেছেন, ‘পুরনো ডেনিম জিন্স দিয়ে সেলাই করে ও প্যাচ কাজ করে লম্বা টপ বানানো- এটাই আমার প্রথম জামা তৈরি করার প্রচেষ্টা।

কেমন লাগছে তোমাদের?’

দর্শনার নতুন এই পরিচ্ছদ কিন্তু নেটিজেনরা অপছন্দ করেননি। দর্শনার সোশ্যাল হ্যান্ডেলে ছবির নিচে দিয়েছেন আগুন ও হৃদয়ের ইমোজি। অনেকেই বলছেন দারুণ লাগছে। কেউ কেউ দর্শনার এই প্যান্টকে অনেকেই পরিবেশবান্ধব প্যান্ট বলছেন।

তবে এই বিষয়ে দর্শনা পাল্টা কোনো প্রতিক্রিয়া দেননি। এদিকে অন্তরাত্মা মুক্তির আগে দু’জনের দেখা হয়নি। তবে অভিনেত্রী বললেন, “শাকিব কলকাতায় এলে নিশ্চয়ই আমাদের আবার দেখা হবে। আপাতত ছবিটা যেন ওপার বাংলার দর্শকের মন জয় করে নেয়, সেটাই চাই।”

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
অলিম্পিক ক্রিকেটে সোনা জিততে পারে চিন! ভবিষ্যদ্বাণী স্টিভ ওয়ের Apr 28, 2025
img
কেন অভিনয় থেকে দূরে মৌসুমীর ছোট মেয়ে মেঘা মুখোপাধ্যায়? Apr 28, 2025
img
বয়সের ছাপ মুছতে 'হাইফু' থেরাপি করালেন দীপিকা Apr 28, 2025
img
লন্ডনে থাকতে চান বিরাট-অনুষ্কা, জানালেন মাধুরী দীক্ষিতের স্বামী Apr 28, 2025
img
ম্যাডাম সেনগুপ্ত’র পোস্টারে ঋতুপর্ণা ও রাহুল বোসের নতুন চমক Apr 28, 2025
img
পাকিস্তান ছেড়ে ভারত নাগরিকত্ব নেওয়ার কারণ জানালেন আদনান সামি Apr 28, 2025
img
পাকিস্তানের বাণিজ্য বন্ধে ভারতের ক্ষতি ১.১৪ বিলিয়ন ডলার: পিবিএফ Apr 28, 2025
img
নৌকা প্রতীক ভেঙে ইউনিয়ন সভাপতির আ. লীগ থেকে পদত্যাগ Apr 28, 2025
img
সাভারে বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল ২ জনের Apr 28, 2025
img
সংস্কার-নির্বাচন প্রশ্নে সর্বোচ্চ ঐকমত্য প্রত্যাশা গণসংহতি আন্দোলনের Apr 28, 2025