জন স্টুয়ার্ট মিল বিশিষ্ট অর্থনীতিবিদ, দার্শনিক, রাষ্ট্রচিন্তাবিদ ও সমাজ সংস্কারক। ১৮০৬ সালের ২০ মে লন্ডনের পেনটোনভিলে এলাকার রডনী স্ট্রীটে জন স্টুয়ার্ট মিল জন্মগ্রহণ করেন।
তার বাবা জেমস মিলও ছিলেন দার্শনিক ও ইতিহাসবিদ। মিলের প্রাতিষ্ঠানিক শিক্ষার বিষয় ছিল অর্থশাস্ত্র।
১৮৬৫ থেকে ১৮৬৮ সালের মধ্যে স্টুয়ার্ট মিল সেন্ট এন্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের লর্ড রেক্টররূপে দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি যুক্তরাজ্যের সিটি অ্যান্ড ওয়েস্টমিনিস্টার এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সংখ্যালঘুসহ দেশের সব নাগরিকের কার্যকর অধিকারের পক্ষে মত দিয়েছেন তিনি। নারী–পুরুষের সমানাধিকারের ব্যাপারেও ছিলেন সোচ্চার। ১৮৬৬ সালে মিল যুক্তরাজ্যের সংসদের ইতিহাসে প্রথম সদস্যরূপে নারীর ভোটাধিকারের স্বপক্ষে প্রস্তাবনা তুলে ধরেন।
মিল তার চিন্তার পরিপূর্ণ প্রকাশ ঘটিয়েছেন তার রচিত গ্রন্থসমূহে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘সাবজেকশন অব উইমেন’, ‘প্রিন্সিপ্যাল অব পলিটিক্যাল ইকোনমি’, ‘ইউটিলিটারিয়ালিজম’, ‘অটোবায়োগ্রাফি’ প্রভৃতি। ১৮৭৩ সালের ৮ই মে জন স্টুয়ার্ট মিল প্রয়াত হন।
তার একটি উক্তি-
“নম্রতা ও ভদ্রতা- এই গুণ দুটি মানুষের
জীবনের পুরোনো ঐশ্বর্য।”