টটেনহামকে উড়িয়ে দিয়ে শিরোপা উৎসব লিভারপুলের

লিভারপুলের কিংবদন্তি কোচ বিল শ্যাঙ্কলি মনে করতেন, ক্লাবটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো লিগ শিরোপা। ইউরোপিয়ান খেতাব সম্মানজনক হলেও, সেটাকে মুখ্য মনে করতেন না তিনি। লিভারপুলও যেন তার সেই দর্শনই অনুসরণ করেছিল—অনেক বছর ধরে ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ে সর্বোচ্চ ১৮টি লিগ শিরোপা ছিল তাদের দখলে।

তবে সময়ের সঙ্গে সেই রেকর্ড ভেঙে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১৩ সালে তারা নিজেদের ২০তম শিরোপা জিতে লিভারপুলকে পেছনে ফেলে দেয়। এরপর আবারও ঘুরে দাঁড়ায় লিভারপুল। ক্লাবটির পুনরুত্থানের ফল হিসেবে ২০১৯-২০ মৌসুমে আসে বহু প্রতীক্ষিত লিগ শিরোপা—অ্যানফিল্ডে ৩০ বছর পর। কিন্তু দুর্ভাগ্যবশত, করোনার কারণে সেবার উৎসব হয় দর্শকশূন্য গ্যালারিতে।

অবশেষে ৩৫ বছরের অপেক্ষা শেষ করে আরও একবার নিজেদের মাঠ অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের শিরোপা উৎসব করল লিভারপুল। টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে দরকার ছিল ড্র। সেটাই যথেষ্ট হতো অলরেডদের জন্য। কিন্তু ঘরের মাঠে ভরা দর্শকদের সামনে লিভারপুল পেল ৫-১ গোলের বড় জয়। তাতেই ২০২৪-২৫ মৌসুমের শিরোপা নিশ্চিত হলো আর্নে স্লটের দলের জন্য।

ম্যাচের আগেই অ্যানফিল্ড আর লিভারপুল শহর পরিণত হয় লাল সমুদ্রে। শিরোপা উৎসব করতে আসা দর্শকদের অবশ্য শুরুতেই স্তব্ধ করে দেন ডমিনিক সোলাঙ্কি। একসময় লিভারপুলের হয়ে খেলা সোলাঙ্কি হেডে গোল করে এগিয়ে দেন টটেনহামকে। অ্যানফিল্ড তখন পুরোপুরি নীরব।

যদিও তাদের লিড টিকেছে কেবল ৪ মিনিট। ম্যাচের ১৬ মিনিটে দারুণ বোঝাপড়ায় ডি-বক্সের ভেতর ডমিনিক সবোস্লাইয়ের পাস থেকে সহজ গোল লুইস দিয়াজের। ১-১ গোলে খেলায় আসে সমতা। ভিএআর চেক শেষে যখন গোলের সিদ্ধান্ত আসে, তখন পুরো স্টেডিয়াম যেন প্রাণ ফিরে পেয়েছে।

খানিক বাদেই অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের চোখ ধাঁধানো এক গোল। টটেনহাম রক্ষণের ভুলে বল পেয়েছিলেন। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ম্যাচে লিভারপুলের লিড নিশ্চিত করেন। এরপর ৩৪ মিনিটে কোডি গাকপো কর্নার থেকে জটলার মাঝে বল পেয়ে ম্যাচের স্কোরলাইন করেন ৩-১৷

জয় নিশ্চিত হলেও লিভারপুলের অপেক্ষা ছিল মোহাম্মেদ সালাহর গোলের জন্য। মিশরীয় এই তারকা দলের সবচেয়ে বড় তারকা। তবে গেল চার ম্যাচে তার পায়ে ছিল না গোল। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তাকে দিয়ে গোল করাতে মরিয়া ছিলেন সতীর্থরা। কোডি গাকপো সহজ এক সুযোগ পেয়ে নিজে গোল না করে বল বাড়ান সালাহর দিকে। কিন্তু সেটা মিস করে বসেন তিনি।

৬৪ মিনিটে সেই আরাধ্য গোলও পেয়ে যায় লিভারপুল। ডি-বক্সের ভেতর বল পেয়ে ডান পায়ের চিরচেনা ভঙ্গিমায় গোল করেন মোহাম্মেদ সালাহ। এই গোলের পরেই সার্জিও আগুয়েরোকে পাশ কাটিয়ে প্রিমিয়ার লিগে বিদেশি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি (১৮৫) গোলের রেকর্ড নিজের করে নেন সালাহ।

৭০ মিনিটে লিভারপুলের ভক্তদের আনন্দের মাত্রা বাড়ায় টটেনহামের ডেসটিনি উডোগির আত্মঘাতী গোল। ৫-১ গোলের লিডে নিশ্চিত হয় ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ফিরছে চিরচেনা অ্যানফিল্ডে।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
কেন অভিনয় থেকে দূরে মৌসুমীর ছোট মেয়ে মেঘা মুখোপাধ্যায়? Apr 28, 2025
img
বয়সের ছাপ মুছতে 'হাইফু' থেরাপি করালেন দীপিকা Apr 28, 2025
img
লন্ডনে থাকতে চান বিরাট-অনুষ্কা, জানালেন মাধুরী দীক্ষিতের স্বামী Apr 28, 2025
img
ম্যাডাম সেনগুপ্ত’র পোস্টারে ঋতুপর্ণা ও রাহুল বোসের নতুন চমক Apr 28, 2025
img
পাকিস্তান ছেড়ে ভারত নাগরিকত্ব নেওয়ার কারণ জানালেন আদনান সামি Apr 28, 2025
img
পাকিস্তানের বাণিজ্য বন্ধে ভারতের ক্ষতি ১.১৪ বিলিয়ন ডলার: পিবিএফ Apr 28, 2025
img
নৌকা প্রতীক ভেঙে ইউনিয়ন সভাপতির আ. লীগ থেকে পদত্যাগ Apr 28, 2025
img
সাভারে বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল ২ জনের Apr 28, 2025
img
সংস্কার-নির্বাচন প্রশ্নে সর্বোচ্চ ঐকমত্য প্রত্যাশা গণসংহতি আন্দোলনের Apr 28, 2025
img
নিউইয়র্কে পালিয়েছিলেন শাহরুখ-কাজল, সবাই জানতেন স্বামী-স্ত্রী Apr 28, 2025