সাভারে বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

সাভারে বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় হৃদয় (২০) ও আরতী (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৭ এপ্রিল) রাত ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় সাভার ব্যাংক টাউন মহল্লার ধিরেনের ছেলে এবং আরতী একই এলাকার রাকেশের স্ত্রী।

পথচারী প্রবণ জানান, হৃদয় ও আরতী সাভারের ব্যাংক টাউন এলাকায় রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি প্রাইভেটকার ব্যাংক টাউন ব্রিজের নিচ দিয়ে ইউটার্নের জন্য মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের রাস্তায় দ্রুতগতিতে প্রবেশ করে। প্রাইভেটকারটি তাদের দুইজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হৃদয় ও আরতীর মৃত্যু হয়। পরে সাভার হাইওয়ে থানা পুলিশকে পথচারীরা খবর দেয়।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম গণমাধ্যমকে বলেন, দ্রুতগতির একটি গাড়ি এসে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

আরএ

Share this news on: