আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। তবে জাতীয় দলের ক্রিকেটাররা খুব বেশিদিন আর এই বিশ্রামের সুযোগ পাচ্ছেন না।
সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা সকল ব্যাটারদের নিয়ে বিশেষ ক্যাম্প করতে যাচ্ছেন ফিল সিমন্স। আগামী ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই বিশেষ ক্যাম্পটি। যেখানে ব্যাটারদের অগ্রধিকার থাকছে।
তানজিদ হাসান তামিম, লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা যোগ দিবেন এই ক্যাম্পে। ব্যাটারদের স্কিল আরো শানিত করতেই সিমন্সের এই উদ্যেগ। বিশেষ এই ক্যাম্প চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। প্রধান কোচ সিমন্স এসব তথ্য নিশ্চিত করেছে দেশের একটি গণমাধ্যমকে।
গেল এক বছর ধরেই বাংলাদেশ ব্যাটিংয়ে বেশ ভুগছে। এক ম্যাচে ভালো করলে তো পরের কয়েক ম্যাচে ব্যর্থ হয়। গেল এশিয়া কাপ, আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাট হাতে ভুগেছেন ব্যাটাররা।
একটা সময় বিদেশি বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নিয়োগ দেয়ার কথাও ভেবেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দেশি কোচ মোহাম্মদ আশরাফুলের ওপরই ভরসা রেখে এগিয়ে চলেছে বিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও আশরাফুল থাকছেন জাতীয় দলের ব্যাটিং কোচ।
টিকে/