আমরা চাই না অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক — আন্দালিব রহমান পার্থ
মোজো ডেস্ক 08:25AM, Apr 28, 2025
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, "আমরা এই সরকার প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। জেলে গিয়েছি, জুলুম সহ্য করেছি, নির্বাচন বয়কট করেছি—সব জায়গায় আমরা ছিলাম। তবে আমরা কোনোভাবেই চাই না এই সরকার পতন হোক।"
তিনি আরো বলেন, "নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা সংস্কারের পক্ষে, কিন্তু বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট প্রয়োজন। যদি বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে একমত হওয়া যায়, তাহলে একটি সনদ তৈরি করা যেতে পারে, যেখানে সবাই সম্মত হবে এবং সেখান থেকে এগিয়ে যাওয়া সম্ভব হবে।"
বিএনপি চেয়ারম্যান আরো বলেন, "যদি সংস্কারের নাম করে নির্বাচন পেছানো হয়, তা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। সরকারের উচিত একটি কংক্রিট নির্বাচনী রোডম্যাপ তৈরি করা এবং জনগণের মতামত অনুযায়ী কাজ করা।"