প্রিমিয়ার লিগে এমন চ্যাম্পিয়ন আগে দেখেনি কেউই

অ্যানফিল্ডে গতকাল থেকে শুরু হয়ে গেছে এক উৎসব, যা ৩৫ বছর পর লিভারপুল সমর্থকদের জন্য সত্যিই বিশেষ। লিভারপুলের ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা উদযাপন শুরু হয়েছে ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে থেকেই। সেদিনের টিকিট কালোবাজারে বিক্রি হতে দেখা গেছে, কারণ সমর্থকরা জানতেন, এবার তারা শিরোপা উদযাপন দেখতে আসছেন—আর সেটি হয়েছে দীর্ঘ ৩৫ বছর পর।

এর আগে, ২০১৯-২০ মৌসুমে লিভারপুল শিরোপা জিতেছিল, তবে কোভিড-১৯ মহামারির কারণে সে সময় উদযাপন সম্ভব হয়নি। তবে এবার, পাঁচ বছর পর সেই আক্ষেপ ঘুচিয়ে, লিভারপুল টটেনহ্যামকে ৫-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা নিশ্চিত করেছে। লিভারপুলের ৩৪ ম্যাচ শেষে পয়েন্ট এখন ৮২, যা আর্সেনাল থেকে ১৫ পয়েন্ট বেশি এবং তারা এখন শিরোপা নিশ্চিত করার জন্য শুধুমাত্র বাকি ৪ ম্যাচের অপেক্ষায়।

এই শিরোপার সাথে জড়িত দুটি বিশেষ নাম হলো কোচ আর্নে স্লট এবং অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। মাত্র ৩৩০ দিনের মাথায় আর্নে স্লট লিভারপুলকে লিগ শিরোপা এনে দিয়েছেন, এবং ভ্যান ডাইক তার দ্বিতীয় মৌসুমেই অধিনায়ক হিসেবে শিরোপা নিশ্চিত করেছেন। তাদের এই সাফল্য ইংলিশ প্রিমিয়ার লিগে একটি নতুন ইতিহাস তৈরি করেছে।

ডাচ অধিনায়ক ও কোচের শিরোপা জয়: এই শিরোপা জয়ের সঙ্গে ইতিহাসে নতুন পাতা যোগ হয়েছে, কারণ এটি প্রথমবারের মতো ইংলিশ শীর্ষ লিগে কোনো ডাচ অধিনায়ক এবং কোচের শিরোপা জয়ের ঘটনা। ভার্জিল ভ্যান ডাইক ২০১৮ সালে সাউদাম্পটন থেকে ৭৫ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেন, এবং তার পর থেকেই লিভারপুলের সফলতার মূল ভরসা হয়ে উঠেছেন। এই সময়ের মধ্যে লিভারপুল মোট ৯টি শিরোপা জিতেছে, যার মধ্যে রয়েছে দুটি প্রিমিয়ার লিগ শিরোপা, চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ।

আরেকদিকে, আর্নে স্লট ইউর্গেন ক্লপের জায়গায় লিভারপুলে এসেছিলেন এবং কোচ হিসেবে তার প্রথম বছরেই প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছেন। তিনি সঠিকভাবে ক্লপের স্কোয়াডকে নিজস্ব ছন্দে খেলিয়ে, মাত্র ৭ম দল হিসেবে সিজনের বাকি ৪ ম্যাচে শিরোপা নিশ্চিত করেছেন।

শেষ ম্যাচে শিরোপা উদযাপন: যদিও শিরোপা নিশ্চিত হয়ে গেছে, তবে ট্রফি অ্যানফিল্ডে আসতে আরও কিছুদিন বাকি। লিগের শেষ ম্যাচে, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শিরোপা নিয়ে উদযাপন হবে। এটি হবে লিভারপুলের জন্য এক স্মরণীয় মুহূর্ত, যখন তারা ঘরের মাঠে ট্রফি হাতে উঠাবে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এবার ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে ক্রাইম থ্রিলার ‘বহুরূপী’ Apr 29, 2025
বঙ্গবন্ধুর বায়োপিকে স্ত্রীর অভিনয় প্রসঙ্গে মুখ খুললেন ফারুকী Apr 29, 2025
img
চাকরির প্রলোভনে দুই কিশোরীকে দিয়ে অনৈতিক কাজ, স্বামী-স্ত্রী গ্রেফতার Apr 29, 2025
img
মাদারীপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের Apr 29, 2025
img
করিডোর দেয়ার সিদ্ধান্তের আগে দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল: মির্জা ফখরুল Apr 29, 2025
img
বাংলাদেশে আসতে আগ্রহী চীনা টেক জায়ান্ট টেনসেন্ট Apr 29, 2025
img
যুবককে তুলে নিতে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মীর প্রাণ গেল Apr 29, 2025
img
‘ট্রাম্পের গভীর সমুদ্র খনন নির্দেশনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ Apr 29, 2025
img
সাতক্ষীরা সীমান্তে শাড়ি ও ওষুধসহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ Apr 29, 2025
img
এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই : উমামা ফাতেমা Apr 29, 2025