ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে সেনা পাঠাতে প্রস্তুত কিম

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করার জন্য মস্কোতে সেনা পাঠানোর বিষয়টি প্রথমবারের মতো নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর দখলে থাকা রুশ অঞ্চল পুনরুদ্ধারে তাদের বাহিনী অবদান রেখেছে।

সোমবার (২৮ এপ্রিল) উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) কে দেওয়া এক বিবৃতিতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশন জানিয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে রাশিয়ায় সেনা পাঠিয়েছেন।

কেসিএনএ কিমকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘ইউক্রেনীয় নব্য-নাৎসি দখলদারদের নির্মূল ও নিশ্চিহ্ন করার জন্য এবং রাশিয়ান সশস্ত্র বাহিনীর সহযোগিতায় কুরস্ক অঞ্চল মুক্ত করার জন্য সৈন্য মোতায়েন করা হয়েছে। ’
কিম বলেছে, ‘যারা ন্যায়বিচারের জন্য লড়াই করেছিলেন তারা সকলেই বীর এবং মাতৃভূমির সম্মানের প্রতিনিধি।’

কেসিএনএ জানিয়েছে, ‘উত্তর কোরিয়া রাশিয়ান ফেডারেশনের মতো শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে জোট বাঁধাকে সম্মানের বিষয় বলে মনে করে। ’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিম গত বছরের জুনে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেন। এতে যুদ্ধের ক্ষেত্রে উভয় দেশ একে অপরের সামরিক সহায়তায় এগিয়ে আসার প্রতিশ্রুতি দেয়।

দক্ষিণ কোরিয়ার সরকারি ইয়োনহাপ নিউজ এজেন্সি অনুসারে কিম আরও বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছেন তাদের সম্মান জানাতে রাজধানী পিয়ংইয়ংয়ে শিগগিরই একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হবে।

ইউক্রেনীয় কর্মকর্তারা এই বছরের শুরুতে বলেছেন, প্রায় ১৪ হাজার উত্তর কোরিয়ানকে তাদের বাহিনীর বিরুদ্ধে মোতায়েন করা হয়েছিল।

আরআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ভয়াল ২৯ এপ্রিল, এখনো অরক্ষিত উপকূল Apr 29, 2025
img
তিন অঙ্কের প্রথম ছোঁয়া পেলেন সাদমান Apr 29, 2025
img
‘ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতার রহস্যজনক মৃত্যু, জলপ্রপাত থেকে মরদেহ উদ্ধার Apr 29, 2025
img
আমি সিন্ডিকেট মেন্টেইন করতে পারি না : অহনা Apr 29, 2025
img
দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব পলিটেকনিক Apr 29, 2025
img
সামাজিক ব্যবসা ড. ইউনূসের নেতৃত্বে বিকশিত হয়েছে: সালাহউদ্দিন নোমান Apr 29, 2025
img
লবণ মাঠে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের Apr 29, 2025
img
স্পেনে বিদ্যুৎ বিভ্রাট, স্থগিত হতে পারে বার্সা-ইন্টার ম্যাচ Apr 29, 2025
img
ইরেশ যাকেরের মামলা নিয়ে যা বলছে পুলিশ সদর দপ্তর Apr 29, 2025
img
পাকিস্তানে ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবি, ভারতের সঙ্গে উত্তেজনা Apr 29, 2025