সোমালিয়ায় আরব আমিরাতের সামরিক রাডার স্থাপন

একটি গোপন চুক্তির অংশ হিসেবে সোমালি অঞ্চলের পুন্টল্যান্ডে একটি সামরিক রাডার স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডন-ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত এই বছরের শুরুতে সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত পুন্টল্যান্ড অঞ্চলের বোসাসো বিমানবন্দরের কাছে একটি সামরিক রাডার স্থাপন করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, রাডারের উদ্দেশ্য হল ড্রোন বা ক্ষেপণাস্ত্র হুমকি শনাক্ত করা এবং প্রাথমিক সতর্কতা প্রদান করা, বিশেষ করে হুথিরা বাইরে থেকে বোসাসোকে লক্ষ্য করে যে হামলা করতে পারে।

মার্চের প্রথম দিকের স্যাটেলাইট চিত্রে রাডারের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে। এতে দেখা গেছে, বোসাসো বিমানবন্দরের কাছে ইসরাইলের নির্মিত ইএলএম-২০৮৪ ৩ডি অ্যাক্টিভ ইলেকট্রনিকলি স্ক্যানড অ্যারে মাল্টি-মিশন রাডার ইনস্টল করা হয়েছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আক্রমণ থেকে পুন্টল্যান্ড এবং এর বিমানবন্দরকে রক্ষা করার জন্যই কেবল রাডারটির উদ্দেশ্য নয়, বরং বিমান পরিবহনের তথ্য থেকে জানা গেছে, এটি সুদানের আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেকে অস্ত্র, গোলাবারুদ এবং সরবরাহ পরিবহনের সুবিধা প্রদান করে, যা সুদানে চলমান গৃহযুদ্ধকে আরও তীব্র করছে।

একটি সূত্র বলছে, মার্চের শুরুতে খার্তুমের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ আরএসএফ হারানোর পরপরই সংযুক্ত আরব আমিরাত রাডারটি স্থাপন করে।

আরেক সূত্রের দাবি, গত বছরের শেষের দিকে বিমানবন্দরে রাডারটি স্থাপন করা হয়েছিল এবং আবুধাবি প্রতিদিন এটি ব্যবহার করে বড় কার্গো বিমানের মাধ্যমে যা প্রায়শই অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে।

প্রতিবেদনে উদ্ধৃত আরও দুটি সোমালি সূত্রের মতে, পুন্টল্যান্ডের প্রেসিডেন্ট সাইদ আবদুল্লাহি ডেনি রাডার স্থাপনের জন্য সোমালিয়ার ফেডারেল সরকার এমনকি পুন্টল্যান্ড পার্লামেন্টের কাছ থেকে অনুমোদন চাননি।

একটি সূত্র জোর দিয়ে বলেছে, টি ‘একটি গোপন চুক্তি। এমনকি মন্ত্রিসভাসহ পুন্টল্যান্ড সরকারের সর্বোচ্চ স্তরও এটি সম্পর্কে অবগত নয়’।

আরআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
টাঙ্গাইল এলজিইডিতে দুদকের অভিযান, মিলেছে দুর্নীতির সত্যতা Apr 29, 2025
সারজিসের চ্যালেঞ্জের জবাবে চা/ঞ্চ'ল্যকর তথ্য ফাঁ/স করলেন রাশেদ Apr 29, 2025
img
করিডর নিয়ে ম্যান্ডেটহীন সরকারের সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয় : সালাহউদ্দিন Apr 29, 2025
কিসের ভিত্তিতে পদক পেল পুলিশ কর্মকর্তা Apr 29, 2025
চীনের বিমানঘাঁটিতে ট্রাম্পের অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন Apr 29, 2025
আপনি কি তেলাপোকার ফ্যাক্টরি দিছেন? হোটেল মালিককে ভোক্তার কর্মকর্তা Apr 29, 2025
অভিনেতা সিদ্দিককে থানায় সোপর্দ করে যা বললেন ছাত্রদল নেতা আমান Apr 29, 2025
শেখ হাসিনার মেয়ের ৫৭ লাখ টাকার ফ্ল্যাট জব্দের আদেশ Apr 29, 2025
img
বিরল প্রজাতির শকুন উদ্ধার Apr 29, 2025
img
পিএসসি সংস্কারের ৮ দফা বাস্তবায়নে এক সপ্তাহের আল্টিমেটাম Apr 29, 2025