মায়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডর চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে যে খবর বেরিয়েছে তা বিএনপির মধ্যে প্রতিক্রিয়া তৈরি করেছে।
এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। কালের কণ্ঠকে তিনি বলেন, `এই সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত আছে। একটি ম্যান্ডেটহীন অরাজনৈতিক সরকারের পক্ষে এত বড় জাতীয় সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সমীচীন নয়।
মানবিক করিডর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘মায়ানমারের কোনো পক্ষের সঙ্গে সামরিক সংঘর্ষ সৃষ্টি হতে পারে—এমন পদক্ষেপ নেওয়া বাংলাদেশের জন্য সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। এতে আঞ্চলিক নিরাপত্তা ঝুুঁকির মধ্যে পড়বে। তাই সার্বিক বিবেচনায় সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তির সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে জানতে চাইব, মানবিক করিডরের বিষয়ে জাতিসংঘ বা অন্য কোনো পক্ষের সঙ্গে তাদের আলোচনা হয়েছে কি না? হলে তাতে কী শর্ত আছে, কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো। তাদের বক্তব্য জানার পর আমরা পরবর্তী করণীয় ঠিক করব।’
এমআর/টিএ