আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে বিগ বাজেট সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফি পরিচালিত এ সিনেমাটির শুটিং চলছে পুরোদমে। তবে সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করছেন, তা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা তুঙ্গে।
ইতিমধ্যে একবার শোনা গিয়েছিল ছবিটিতে শাকিবের নায়িকা হচ্ছেন সাবিলা নূর।
এরপর তিনি এক দিনের শুট করার পর বাদ পড়েছিলেন বলেও খবর। এরপর সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় ‘তাণ্ডব’-এ শাকিবের সঙ্গে থাকছেন আরেক তরুণ অভিনেত্রী নিদ্রা দে নেহা। খবর প্রকাশিত হওয়ার পর এক দিনের শুটিং করার পরেও সিনেমাটি থেকে বাদ পড়েন তিনি।
অবশেষে জানা গেল, ‘তাণ্ডব’-এ অবশেষে চূড়ান্ত হয়েছেন সাবিলা নূর।
তিনি এরই মধ্যে আবারও শুটিংয়ে অংশ নিয়েছেন। এমনটা নিশ্চিত হওয়া গেছে প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে। এ ছাড়া ইতিমধ্যে শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের শুটিংয়ের কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়েছে, যা মুহূর্তেই ভাইরাল।
জানা গেছে, এফডিসির পর এখন উত্তরবঙ্গে শুটিং চলছে সিনেমাটির, যেখানে অংশ নিয়েছেন শাকিব-সাবিলা।
তবে সিনেমাটির নির্মাতা রায়হান রাফি নায়িকার বিষয়ে কিছু বলতে চাচ্ছেন না। শুধু বললেন, কিছুদিনের মধ্যেই জানাব।
আরএম/টিএ