সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে ২৭ ধরনের নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৮ এপ্রিল) অভিযোগ অনুসন্ধানে বিসিবি’র প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে।
দুদকের উপপরিচালক সাইদুজ্জামানকে দলনেতা করে তিন সদস্যের অনুসন্ধান দল গঠন করা হয়েছে। দলের অন্য সদস্যরা হলেন— সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক সুবিমল চাকমা।
পাপন কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক এমপি এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন। তার বিরুদ্ধে মূলত অভিযোগ, তিনি বিসিবি ও সরকারি অর্থের অপব্যবহার করে নিজ এবং পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তাদের যোগসাজশে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন। দুদকের পাঠানো চিঠিতে আগামী ৭ কর্মদিবসের মধ্যে চাওয়া তথ্য ও নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে।
যেসব রেকর্ডপত্র চাওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের জন্য পরামর্শক নিয়োগের প্রক্রিয়ায় পত্রিকায় প্রকাশিত ইওআই বিজ্ঞাপনের কপি, ইওআই ডকুমেন্ট অনুমোদনের চিঠি, ইওআই বিজ্ঞাপন, ইওআই’র সব মূল্যায়ন প্রতিবেদন, পরামর্শকদের ইওআই জমাদানের রেকর্ড, ইওআইয়ের ফলাফল প্রকাশ পর্যন্ত যাবতীয় নথিপত্র, কারিগরি ও আর্থিক প্রস্তাব (টেকনিক্যাল ও ফাইন্যানশিয়াল প্রপোজাল), ইওআইতে যোগ্য ঘোষিত প্রতিষ্ঠানগুলোর তালিকা, প্রস্তাব ডকুমেন্ট অনুমোদনের কপি, মূল্যায়ন মানদণ্ড, কারিগরি ও আর্থিক মূল্যায়ন প্রতিবেদন, এলওআই বা কার্যাদেশের কপি, পরামর্শক নিয়োগের ক্ষেত্রে কোন নথি ও পদ্ধতি অনুসরণ করা হয়েছে তার রেকর্ড, পরামর্শক নিয়োগের গোপন ব্যয় নিরূপণ সংক্রান্ত নথি এবং সম্পাদিত চুক্তিপত্রসহ সব রেকর্ডপত্রের সত্যায়িত অনুলিপি।
পূর্বাচল স্টেডিয়াম নির্মাণের জন্য কোন পদ্ধতিতে ঠিকাদার নিয়োগ করা হয়েছে তা উল্লেখসহ পদ্ধতি অনুমোদনের কপি, অনুমোদিত দরপত্র ডকুমেন্ট, অনুমোদিত দরপত্র বিজ্ঞপ্তির কপি, পত্রিকায় প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তির কপি, জমাকৃত সব দরপত্রের কপি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন প্রতিবেদন, দরপত্র অনুমোদনের চিঠি, কার্যাদেশ (এনওএ) এবং চুক্তিপত্রের কপি, ভূমি উন্নয়ন কাজের বিল পরিশোধ সংক্রান্ত যাবতীয় নথিপত্র (প্রী-সেকশন ও পোস্ট সেকশনের কপিসহ), বিল পরিশোধের কার্যাদেশের পরিমাণের সঙ্গে সম্পন্নকৃত কাজের যদি কোনো পার্থক্য থাকে তার অনুমোদন কপি, অনুমোদিত মূল ব্যয় নিরূপণ ও (যদি থাকে) সংশোধিত অনুমোদিত ব্যয় নিরূপণ কপি, প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) কপি, প্রকল্প অনুমোদন পত্র, বিদেশ থেকে আমদানিকৃত মালামালের আমদানির নথি এবং স্টেডিয়াম নির্মাণের জমি ক্রয় বা অধিগ্রহণ সংক্রান্ত রেকর্ডপত্রের সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছে।
নাজমুল হাসান পাপনের দায়িত্ব পালনকালে বিসিবি'র আয়-ব্যয় সংক্রান্ত অডিট প্রতিবেদন; আইসিসি এবং এসিসির লভ্যাংশ প্রদানসংক্রান্ত নীতিমালার সত্যায়িত ফটোকপি, লজিস্টিকস্ অ্যান্ড প্রটোকল বাবদ খরচের বিবরণ ও এ সংক্রান্ত রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি, বিপিএল বাবদ খরচের বিবরণ, এ সংক্রান্ত রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি, বিদেশি কোচ নিয়োগের দায়িত্ব পালনকারী কর্মকর্তাগণের নাম ও ঠিকানা এবং বিদেশি কোচ নিয়োগের নীতিমালা ও তাদের সম্মানী বা বেতন-ভাতা পরিশোধের প্রমাণপত্রের সত্যায়িত কপি।
নাজমুল হাসান পাপনের দায়িত্ব পালনকালে বিসিবি'র অর্থ বিভাগ, লজিস্টিকস্ আর বিপিএল দেখার দায়িত্ব কোন কোন কর্মকর্তার উপর ন্যস্ত ছিলো তাদের বিস্তারিত ঠিকানা (ব্যক্তিগত যাবতীয় তথ্যাদিসহ), ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০ নামে ব্যয়িত অর্থের রেকর্ডপত্র ও নোটশিট এর সত্যায়িত ফটোকপি, ভারতীয় সংগীত ব্যক্তিত্ব এ. আর রহমানের কনসার্ট আয়োজন সংক্রান্ত রেকর্ডপত্র ও নোটশিটের সত্যায়িত ফটোকপি, ২০১৯ সালে বঙ্গবন্ধু বিপিএল নামে ব্যয়িত অর্থের বিষয়ে রেকর্ডপত্র ও নোটশিটের সত্যায়িত ফটোকপি। দায়িত্ব পালনকালে কোন কোন অডিট ফার্ম দ্বারা অডিট করানো হয়েছে তাদের বিস্তারিত তালিকা ও বিল প্রদানের বিষয়ে রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি।
নাজমুল হাসান পাপনের দায়িত্ব পালনকালে নিম্নোক্ত ছক মোতাবেক বাংলাদেশ ক্রিকেট বোর্ড হতে যেসব কাজের বিপরীতে কার্যাদেশ প্রদান করা হয়েছে তার বিস্তারিত তালিকা- ক্র. নং অর্থ বছর প্রকল্পের নাম, আইডি নম্বর ও কার্যাদেশ নম্বর বরাদ্দকৃত অর্থ পরিশোধিত অর্থ কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ও ঠিকানা, বার্ষিক সাধারণ সভা (এজিএম)-এ খরচের বিষয়ে রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি।
এছাড়া পাপনের দায়িত্ব পালনকালে ক্রিকেটের তৃতীয় বিভাগ বাছাইয়ের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তা ও ক্লাবসমূহের বিস্তারিত তালিকা এবং উক্ত বাছাই কমিটিসহ সংশ্লিষ্ট সত্যায়িত ফটোকপি, বিসিবি পরিচালনা পরিষদের কতগুলো সভা অনুষ্ঠিত হয়েছে এবং উক্ত সভাসমূহের খাতভিত্তিক খরচের তালিকা (২০১২-২০১৩ থেকে ২০২২-২০২৩ পর্যন্ত অডিট রিপোর্টের সত্যায়িত ফটোকপিসহ) নাজমুল হাসান পাপনের দায়িত্ব পালনকালে ক্রিকেটের তৃতীয় বিভাগ বাছাইয়ের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাগণ ও ক্লাব সমূহের বিস্তারিত তালিকা এবং উক্ত বাছাই কমিটির টিওআরসহ সংশ্লিষ্ট সত্যায়িত ফটোকপি।
নাজমুল হাসান পাপনের দায়িত্ব পালনকালে যে সব কর্মকর্তা/কর্মচারী বিসিবি'র অর্থায়নে বিদেশে ভ্রমণ করেছেন তাদের বিস্তারিত তালিকা; তাদের ব্যয় বিবরণী ও তৎসংশ্লিষ্ট রেকর্ডপত্র এবং বিসিবির বিদেশ ভ্রমণসংক্রান্ত নীতিমালার সত্যায়িত ফটোকপি, ক্রিকেট ম্যাচ দর্শনে হেলিকপ্টার ব্যবহারের খরচাদির রেকর্ডপত্র ও বিসিবির সভাপতি হিসেবে হেলিকপ্টার ব্যবহার করা সংক্রান্ত নীতিমালাসহ এ সংক্রান্ত রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি।
নাজমুল হাসান পাপনের দায়িত্ব পালনকালে স্টেডিয়াম নির্মাণ, সংস্কার এবং শোভাবর্ধনসহ যাবতীয় উন্নয়ন কাজের তালিকা এবং টেন্ডার ডকুমেন্টস ও তৎসংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি (নোটিশ আহ্বান থেকে শুরু করে বিল প্রদান পর্যন্ত)।
বিসিবির আয়ের খাতসমূহ হতে নাজমুল হাসান পাপনের দায়িত্ব পালনকালে কত কোটি বিসিবির হিসাবে জমা হয়েছে, জমাকারী প্রতিষ্ঠান (বিজ্ঞাপন ও অন্যান্য খাতসহ)-এর তালিকা, হিসাব বিবরণী এবং উক্ত খাত সমূহ হতে বিসিবির হিসাবে জমাকৃত অর্থ কোন খাতে ব্যয় করা হয়েছে তার সত্যায়িত ফটোকপি।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনে বিপিএল আয়োজন ও এ সংক্রান্ত অন্যান্য খরচ, আয়-ব্যয়ের রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি।
নাজমুল হাসান পাপনের দায়িত্ব পালনকালে ক্রিকেট বল আমদানির যাবতীয় দলিলাদির সত্যায়িত ফটোকপি। নাজমুল হাসান পাপনের দায়িত্ব পালনকালে ২০১৭ সাল থেকে ২০২৩ পর্যন্ত আইসিসি'র মেগা আসরসমূহের খরচের যাবতীয় রেকর্ডপত্রাদির সত্যায়িত ফটোকপি।
আয়ারল্যান্ড সফরে সিকিউরিটিজ প্রোভাইডার এবং সংসদীয় ক্রিকেট দলের ইংল্যান্ড সফরকারীদের তালিকা, খরচাদির বিবরণ ও নীতিমালার সত্যায়িত ফটোকপি।
নাজমুল হাসান পাপনের দায়িত্ব পালনকালে গাজী টিভি, ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়ামসহ কোন কোন মিডিয়া, ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে মিডিয়া রাইটস বিক্রি করা হয়েছে, উক্ত মিডিয়া বা ব্যক্তিবর্গের তালিকা, চুক্তিসমূহ এবং নীতিমালা ও আয়-ব্যয়ের বিবরণীর সত্যায়িত ফটোকপি।
নাজমুল হাসান পাপনের দায়িত্বকালীন সব পরিচালকদের নাম, ঠিকানা, এনআইডি ইত্যাদির রেকর্ডপত্র/তথ্যাদি।
পাপনের দায়িত্বকালীন বিসিবিতে সংঘটিত বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম সংক্রান্তে কোন বিভাগীয় তদন্ত হয়ে থাকলে উক্ত তদন্ত প্রতিবেদনসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র।
এর আগে গত ১৮ মার্চ দুদক আনুষ্ঠানিকভাবে নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার ঘোষণা দেয়। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, বিসিবির সভাপতি থাকাকালে নাজমুল হাসানের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
আর ১৬ মার্চ আদালতের নির্দেশে নাজমুল হাসান, তার স্ত্রী রোকসানা হাসান, মেয়ে সুনেহরা রহমান, রুশমিলা রহমান এবং ছেলে রাফসান হাসানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।
এফপি/টিএ