পাকিস্তান বাতিল করল যুদ্ধবিরতি চুক্তি, এলওসিতে চলছে তীব্র গোলাগুলি

কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারতের কড়া অবস্থানের জবাবে পাকিস্তানও পাল্টা কৌশল গ্রহণ করেছে। উত্তেজনা বাড়ার মধ্যে ইসলামাবাদ ঘোষণা দিয়েছে যে, তারা ভারতের সাথে বিদ্যমান একাধিক দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করছে। বিশেষ করে, দুই দেশের মধ্যে কাশ্মির সীমান্ত বরাবর যে নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) যুদ্ধবিরতি চুক্তি রয়েছে, তা এখন কার্যত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

ইতোমধ্যে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে টানা কয়েক রাত ধরে ছোট অস্ত্রের গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতীয় কর্মকর্তাদের মতে, কিছু এলাকায় তিন রাত ধরেই গুলি বিনিময় হয়েছে, আবার কেউ কেউ জানিয়েছেন, তিন রাতের মধ্যে দু’টি রাতে সংঘর্ষ হয়েছে।

কাশ্মিরের অভ্যন্তরেও পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযানে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে। হামলার সাথে সংশ্লিষ্টদের খুঁজে বের করতে ব্যাপক ধরপাকড় ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

উত্তেজনার অংশ হিসেবে ভারত পাকিস্তানমুখী নদীগুলোর পানিপ্রবাহ সীমিত করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে দিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মকর্তা এবং ভারতে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ জারি করা হয়েছে।

এর পাল্টা জবাবে পাকিস্তান ভারতের সাথে একাধিক দ্বিপক্ষীয় চুক্তি, বিশেষ করে কাশ্মির সীমান্তে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর যুদ্ধবিরতির চুক্তি, স্থগিত করার ঘোষণা দিয়েছে।

এদিকে ভারতের বিভিন্ন শহরে কাশ্মিরি মুসলিম শিক্ষার্থীরা ব্যাপক হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। অনেক শিক্ষার্থী হুমকি ও সহিংসতার আশঙ্কায় নিজেদের বাড়িতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। ভারতের অভ্যন্তরে মুসলিমবিরোধী মনোভাবও এই সংকটের জটিলতা আরও বাড়িয়ে তুলছে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন।

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
যেকোনো মুহূর্তে পাকিস্তানে হামলা চালাবে ভারত! Apr 29, 2025
img
সন্তানদের নিয়ে রক্ষণশীল পেনেলোপে, ফোন ব্যবহার করতে দেন না Apr 29, 2025
img
তবে কি প্রিয়াঙ্কা সরকার এক মেয়ের সাথে অবৈধ কাজে লিপ্ত? Apr 29, 2025
img
শাহরুখ-আমিরদের কাছ থেকে সরকারের সমালোচনা শুনতে আগ্রহী পরেশ Apr 29, 2025
img
এবার শাটডাউন ঘোষণা করল দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট Apr 29, 2025
img
১৩০টি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে : পাকিস্তানের রেলমন্ত্রী Apr 28, 2025
img
ভারত হামলা করলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী Apr 28, 2025
img
রাশিয়ায় এক রাতে শতাধিক ড্রোন নিক্ষেপ ইউক্রেনের Apr 28, 2025
img
দেশকে ভালোবাসলে কেউ পালাতে পারে না: জামায়াত আমির Apr 28, 2025
img
অনেকের চোখে আমি খারাপ মানুষ হলেও আমার সন্তানের কাছে আমি সেরা: শাহরিয়ার নাজিম জয় Apr 28, 2025