কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন সালমান খান

সামাজিক যোগাযোগ মাধ্যমে আচমকা একটি বড়সড় ঘোষণা দিয়েছেন সালমান খান। আগামী ৪ ও ৫ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘দ্য বলিউড বিগ ওয়ানস’ শো, তবে সেটা আর হচ্ছে না। নেপথ্যে রয়েছে কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনা।

এই শো সালমান ছাড়াও কৃতি শ্যানন, বরুণ ধাওয়ান, সারা আলি খান, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফ, দিশা পটানি, সুনীল গ্রোভার এবং মণীশ পাল-এর মতো তারকাদের নিয়ে সাজানো ছিল, যা এখন আসমুদ্রহিমাচল দেশের শোকের ঢেউয়ে থমকে গেছে।

সালমান খান তার ইনস্টাগ্রাম পোস্টে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত সেই শো পিছিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য তারিখে আর হচ্ছে না।

অভিনেতা লিখেছেন, কাশ্মীরের এই অন্ধকার দিনগুলোর প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ৪ এবং ৫ মে ম্যানচেস্টার এবং লন্ডন-এ হওয়া শো-গুলো স্থগিত করেছি। আমরা জানি, অনেকেই এই শো-এর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, কিন্তু এমন শোকের সময়ে, আমাদের থামা উচিত।

আশা করি, আপনারা আমাদের এই সিদ্ধান্তকে বুঝতে পারবেন।”

পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া সবাই ভারতীয় নাগরিক। এই ঘটনা, যা একমাত্র সালমানকেই নয় বরং পুরো ভারতকেই শোকস্তব্ধ করেছে।

অভিনেতা তার এক্স (টুইটার) পোস্টে লিখেছেন, “কাশ্মির, পৃথিবীর স্বর্গ, এখন পরিণত হয়েছে নরকে। নিরপরাধ মানুষদের মৃত্যুর জন্য আমার হৃদয় গভীর দুঃখে ভরা।”

এটি একেবারে পরিস্কার— এই সিদ্ধান্তের মধ্যে সালমান খান শুধু একটি বিনোদনমূলক শো স্থগিত রাখেননি বরং পুরো দেশের শোক এবং মর্মান্তিক পরিস্থিতির প্রতি তার যত্নশীল দৃষ্টি প্রকাশ করেছেন।

তবে শুধু সালমানই নয় অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, কেভিন হার্ট-এর মতো খ্যাতনামা শিল্পীরা একই সিদ্ধান্ত নিয়েছেন।

সালমানের ভক্তদের জন্য এই সিদ্ধান্ত বিরাট হতাশার হলেও, তারকার সমবেদনশীল মনোভাব এবং এই পরিস্থিতির প্রতি তার গভীর শ্রদ্ধার অনেকেই প্রশংসা করেছেন।

তাহলে শো-এর নতুন তারিখ কবে আসবে? শিগগিরই তার ঘোষণা আসবে, তবে তার আগ পর্যন্ত ভক্তদের জন্য অপেক্ষা আরও দীর্ঘ হবে।

আরএম/টিএ


Share this news on:

সর্বশেষ

img
‘ছোট প্যাকেট বড় ধামাকা’, আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করলেন ১৪ বছরের বৈভব Apr 29, 2025
img
শহীদ আফ্রিদির বিরুদ্ধে দানিশ কানেরিয়ার নতুন অভিযোগ: পহেলগাম হামলার পর তীব্র বাকযুদ্ধ Apr 29, 2025
img
চাঁদপুরে নদীতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর মরদেহ উদ্ধার Apr 29, 2025
img
আবু সাঈদ হত্যাকাণ্ড, অভিযুক্ত চার শিক্ষার্থীর আবাসিকতা বাতিল Apr 29, 2025
আদালতে কিলঘুষি, দৌড় দিলেন সাবেক আইন মন্ত্রী আনিসুল হক Apr 29, 2025
শিক্ষক ঐক্য পরিষদের মানববন্ধন Apr 29, 2025
নারায়ণগঞ্জের আদালতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কিলঘুষি Apr 29, 2025
হজ যাত্রীদের পানি কম খাওয়ার পরামর্শ বিমান উপদেষ্টার! Apr 29, 2025
হজ যাত্রীদের কাছে দোয়া চেয়ে কাদলেন বিমান উপদেষ্টা Apr 29, 2025
শিশু খাদ্যের প্রতিষ্ঠানে ভোক্তার অভিযান Apr 29, 2025