কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন সালমান খান

সামাজিক যোগাযোগ মাধ্যমে আচমকা একটি বড়সড় ঘোষণা দিয়েছেন সালমান খান। আগামী ৪ ও ৫ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘দ্য বলিউড বিগ ওয়ানস’ শো, তবে সেটা আর হচ্ছে না। নেপথ্যে রয়েছে কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার ঘটনা।

এই শো সালমান ছাড়াও কৃতি শ্যানন, বরুণ ধাওয়ান, সারা আলি খান, মাধুরী দীক্ষিত, টাইগার শ্রফ, দিশা পটানি, সুনীল গ্রোভার এবং মণীশ পাল-এর মতো তারকাদের নিয়ে সাজানো ছিল, যা এখন আসমুদ্রহিমাচল দেশের শোকের ঢেউয়ে থমকে গেছে।

সালমান খান তার ইনস্টাগ্রাম পোস্টে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত সেই শো পিছিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য তারিখে আর হচ্ছে না।

অভিনেতা লিখেছেন, কাশ্মীরের এই অন্ধকার দিনগুলোর প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ৪ এবং ৫ মে ম্যানচেস্টার এবং লন্ডন-এ হওয়া শো-গুলো স্থগিত করেছি। আমরা জানি, অনেকেই এই শো-এর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, কিন্তু এমন শোকের সময়ে, আমাদের থামা উচিত।

আশা করি, আপনারা আমাদের এই সিদ্ধান্তকে বুঝতে পারবেন।”

পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া সবাই ভারতীয় নাগরিক। এই ঘটনা, যা একমাত্র সালমানকেই নয় বরং পুরো ভারতকেই শোকস্তব্ধ করেছে।

অভিনেতা তার এক্স (টুইটার) পোস্টে লিখেছেন, “কাশ্মির, পৃথিবীর স্বর্গ, এখন পরিণত হয়েছে নরকে। নিরপরাধ মানুষদের মৃত্যুর জন্য আমার হৃদয় গভীর দুঃখে ভরা।”

এটি একেবারে পরিস্কার— এই সিদ্ধান্তের মধ্যে সালমান খান শুধু একটি বিনোদনমূলক শো স্থগিত রাখেননি বরং পুরো দেশের শোক এবং মর্মান্তিক পরিস্থিতির প্রতি তার যত্নশীল দৃষ্টি প্রকাশ করেছেন।

তবে শুধু সালমানই নয় অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, কেভিন হার্ট-এর মতো খ্যাতনামা শিল্পীরা একই সিদ্ধান্ত নিয়েছেন।

সালমানের ভক্তদের জন্য এই সিদ্ধান্ত বিরাট হতাশার হলেও, তারকার সমবেদনশীল মনোভাব এবং এই পরিস্থিতির প্রতি তার গভীর শ্রদ্ধার অনেকেই প্রশংসা করেছেন।

তাহলে শো-এর নতুন তারিখ কবে আসবে? শিগগিরই তার ঘোষণা আসবে, তবে তার আগ পর্যন্ত ভক্তদের জন্য অপেক্ষা আরও দীর্ঘ হবে।

আরএম/টিএ


Share this news on:

সর্বশেষ

img
রাশিয়ায় এক রাতে শতাধিক ড্রোন নিক্ষেপ ইউক্রেনের Apr 28, 2025
img
দেশকে ভালোবাসলে কেউ পালাতে পারে না: জামায়াত আমির Apr 28, 2025
img
অনেকের চোখে আমি খারাপ মানুষ হলেও আমার সন্তানের কাছে আমি সেরা: শাহরিয়ার নাজিম জয় Apr 28, 2025
img
মন ভালো নেই মিথিলার, দ্বিতীয় সংসারেও বাজছে বিচ্ছেদের ঘণ্টা Apr 28, 2025
img
বিজেপিতে যোগ দেয়ার প্রশ্নে যা বললেন প্রীতি Apr 28, 2025
img
‘২০২৬ সালে জাহাজেও হজে যাওয়ার ব্যবস্থা থাকবে’ Apr 28, 2025
img
ভয়ংকর মিসাইলসহ সর্বশক্তি নিয়ে পাকিস্তানের পাশে চীন! Apr 28, 2025
img
পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে : মির্জা ফখরুল Apr 28, 2025
img
বিশ্ববাজারে পাম তেলের দাম কমল ১০ শতাংশ Apr 28, 2025
img
পাপনের দুর্নীতি ও অর্থপাচার : ২৭ ধরনের নথি চেয়ে বিসিবিতে চিঠি Apr 28, 2025