মৌলভীবাজারের কুলাউড়ায় যুবলীগকর্মী মাহবুবুর রহমান ঝিনুককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রবিবার (২৭ এপ্রিল) রাত ৯টায় কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে পৌরসভার চাতলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ঝিনুক কুলাউড়া পৌর এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করেছেন বলে জানা গেছে। গ্রেফতারকৃত ঝিনুক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চাতলগাঁও এলাকার বাসিন্দা হানিফ মিয়ার ছেলে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, রাজনৈতিক মামলায় ডেভিল হান্টের তালিকাভুক্ত ১২ নম্বর আসামি যুবলীগের সক্রিয় কর্মী ঝিনুককে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তা ছাড়া তার বিরুদ্ধে থানায় আরো মামলা রয়েছে।
আরএম/টিএ