'আমি বর-কনে উভয়পক্ষেরই' বললেন ছোট পর্দার ‘ফুলকি’

এ বছরের জুন মাসে ধারাবাহিক ‘ফুলকি’র দু’বছর। এই ধারাবাহিক দিয়ে দিব্যাণী মণ্ডল অভিনয় দুনিয়ায় পা রেখেছেন। পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাসের পাশাপাশি পর্দার নায়ক অভিষেক বসুও তাঁকে হাতকলমে অভিনয়ের পরামর্শ দিয়েছেন। এ কথা ধারাবাহিকের একেবারে গোড়ায় আনন্দবাজার ডট কমকে জানিয়েছিলেন ছোট পর্দার ‘ফুলকি’।

সময় গড়িয়েছে। পর্দায় তাঁর আর অভিষেকের রসায়ন গাঢ় থেকে গাঢ়তর। ধারাবাহিকের রেটিং চার্টে তার প্রতিফলন। প্রথম স্থানে দীর্ঘ দিন একাধিপত্য ছিল ফুলকি ধারাবাহিকের। বাস্তবে যে উল্টো কাহিনি! অভিষেকের প্রেমিকা ধারাবাহিকের খলনায়িকা ‘শালিনী’ ওরফে শার্লি মোদক! পর্দায় শালিনী বার বার ফুলকির সংসার ভাঙতে চেয়েছে সে। অথচ নায়িকার সেই ‘রক্ষক’-ই কিনা খলনায়িকাকে জীবনসঙ্গী বেছে নিয়েছেন!

সোমবার ছুটি পেয়েছেন অভিনেত্রী। ব্যক্তিগত কাজ সারতে সকাল সকাল ব্যস্ত তিনি। তারই ফাঁকে জানালেন “এমা! দুঃখ পাব কেন? কত দিন ধরে ওঁদের প্রেম দেখছি। সেই ভালবাসা পূর্ণতা পাচ্ছে। খুব ভাল লাগছে। প্রেমের প্রতি ভরসা ফিরছে।” জানিয়েছেন, একই দিনে তাঁর এক দিদিরও বিয়ে। ফলে, দুটো বিয়ে কী করে সামলাবেন বুঝে উঠতে পারছেন না। এ দিকে উপহার দিতে হবে। দিব্যাণীর কথায়, “অভিষেকদা যতটা আপন ততটাই আপন শার্লিদিও। তাই দু’জনকেই উপহার দেব। সেই দায়িত্ব মায়ের।” অভিনেত্রীর মা বরাবর এই দায়িত্ব পালন করে আসছেন।

নায়কের বিয়ে বলে কথা। কেমন সাজবেন দিব্যাণী? “আমায় প্যাস্টেলরঙা পোশাকে বেশি মানায়। তাই হাল্কা রঙের কোনও লহেঙ্গা-চোলি বেছে নিতে পারি। তাতে সিক্যুইনের কাজ থাকবে। সঙ্গে মানানসই গয়না। আবার শাড়িও পরতে পারি।” মঙ্গলবার শুটিং সেরে পৌঁছে যাবেন বিয়েবাড়ি। জানিয়েছেন, বিয়ে উপলক্ষে কয়েক দিন ছুটি নিয়েছেন অভিষেক।

এফপি/টিএ


Share this news on:

সর্বশেষ

লাইসেন্স পেল স্টারলিংক, ডিজিটাল বিপ্লবের সূচনা হতে যাচ্ছে দেশে Apr 29, 2025
এমপি জাফরের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ Apr 29, 2025
পাকিস্তানের সাথে চলমান উত্তেজনায় যুদ্ধবিমান কেনার চুক্তি সই করল ভারত Apr 29, 2025
নিজের কর্মের দিকে মনোযোগী হতে বলেন প্রভা Apr 29, 2025
img
রাজধানীর যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না Apr 29, 2025
img
ঠাকুরগাঁওয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ Apr 29, 2025
img
নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন গ্রেফতার Apr 29, 2025
img
টাঙ্গাইলে গরু ডাকাতি, ৫ দিনের রিমান্ডে ৩ ডাকাত Apr 29, 2025
img
পাক ডিজাইনারের সঙ্গে ছবি তুলে বিতর্কের মুখে কারিনা Apr 29, 2025
img
ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিশেষ অভিযানে ৫০ মালদ্বীপ প্রবাসী আটক Apr 29, 2025