ভারত হামলা করবেই, সেনাবাহিনীকে আরও শক্তিশালী করছে পাকিস্তান!

পহেলগামে প্রাণঘাতী জঙ্গি হামলার পর ভারত যে সামরিক প্রত্যাঘাত করবে, তা প্রায় নিশ্চিত বলেই মনে করছে পাকিস্তান।

সোমবার (২৮ এপ্রিল) নিজের উদ্বেগের কথা প্রকাশ্যে আনলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার জেরে প্রতিবেশী ভারতের পক্ষ থেকে সামরিক প্রতিক্রিয়া আসন্ন।

প্রতিরক্ষামন্ত্রী আসিফ আরও বলেন, “আমরাও আমাদের বাহিনীকে আরও শক্তিশালী করছি। বর্তমান পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতেই হয়।” যদিও কী সেই কৌশল, তা তিনি খোলসা করেননি।

তার দাবি, ভারতের হুঁশিয়ারি ক্রমাগত বাড়ছে এবং পাকিস্তানের সামরিক বাহিনী ইতিমধ্যেই সরকারকে ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে অবহিত করেছে। তবে কেন তিনি ভারতের দিক থেকে হামলা অনিবার্য বলে মনে করছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

সম্প্রতি পাকিস্তানের কিছু রাজনৈতিক নেতা পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন। সেই প্রসঙ্গে খাজা আসিফ বলেন, “পাকিস্তান বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। শুধুমাত্র আমাদের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি তৈরি হলে তবেই আমরা পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার ব্যবহার করব।”

উল্লেখযোগ্যভাবে, ২০১৬ সালে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর পাকিস্তানি ভূখণ্ডে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। ২০১৯ সালে পুলওয়ামার নৃশংস হামলার পরে ভারত আকাশপথে বালাকোটে জঙ্গি প্রশিক্ষণ শিবিরে হামলা চালায়। এবার পহেলগামে ২৬ জন নিহত হওয়ার ঘটনার পর ফের একই পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। তাই আতঙ্কে কাঁপছে ইসলামাবাদ, তা স্পষ্ট পাক প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়ের আভাস Apr 29, 2025
img
এবার ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে ক্রাইম থ্রিলার ‘বহুরূপী’ Apr 29, 2025
বঙ্গবন্ধুর বায়োপিকে স্ত্রীর অভিনয় প্রসঙ্গে মুখ খুললেন ফারুকী Apr 29, 2025
img
চাকরির প্রলোভনে দুই কিশোরীকে দিয়ে অনৈতিক কাজ, স্বামী-স্ত্রী গ্রেফতার Apr 29, 2025
img
মাদারীপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের Apr 29, 2025
img
করিডোর দেয়ার সিদ্ধান্তের আগে দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল: মির্জা ফখরুল Apr 29, 2025
img
বাংলাদেশে আসতে আগ্রহী চীনা টেক জায়ান্ট টেনসেন্ট Apr 29, 2025
img
যুবককে তুলে নিতে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মীর প্রাণ গেল Apr 29, 2025
img
‘ট্রাম্পের গভীর সমুদ্র খনন নির্দেশনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ Apr 29, 2025
img
সাতক্ষীরা সীমান্তে শাড়ি ও ওষুধসহ বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ Apr 29, 2025