রাজধানীর যেসব এলাকায় ৭ ঘণ্টা গ্যাস থাকবে না

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) রুরি পাইপলাইনের কাজের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সাত ঘণ্টা পর্যন্ত বন্ধ থাকবে।

সোমবার (২৮ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট সাত ঘণ্টা মিরপুর-১৪-এর প্রিন্স বাজারসংলগ্ন সড়কে নবনির্মিত গ্যাস পাইপলাইনের টাই-ইন কার্যক্রম সম্পন্নের জন্য শতাব্দী সিএনজি ও এমবিএম গার্মেন্টসের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ঢাকা ক্যান্টনমেন্ট, মহাখালী ডিওএইচএস, শাহীনবাগ, আরজতপাড়া, নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এসএম

Share this news on: