১৫ দিনের নবজাতককে রেখে বজ্রপাতে মারা গেলেন মা

ঝালকাঠির নলছিটি উপজেলায় বজ্রপাতে আসমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসমা আক্তার একই এলাকার ট্রাকচালক মো. রুবেল মাঝীর স্ত্রী। তিনি দুই কন্যা সন্তানের জননী। নিহতের বড় মেয়ের বয়স ৬ বছর এবং ছোট নবজাতকের বয়স মাত্র ১৫ দিন।

নিহতের স্বামী রুবেল মাঝী জানান, সোমবার বিকেলে ব্যক্তিগত কাজ শেষে বাইরে থেকে ফেরার পথে হঠাৎ বজ্রপাতের কবলে পড়েন আসমা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রুবেল বলেন, আমার দুই সন্তান এখন মায়ের স্নেহ থেকে বঞ্চিত। একজনের বয়স ৬ বছর, আরেকজন মাত্র ১৫ দিন। কীভাবে তাদের এই শোক সইতে সাহায্য করব, বুঝতে পারছি না।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বজ্রপাতে একজন নারীর মৃত্যুর খবর পেয়েছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএম

Share this news on: