লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তিন ইটভাটার মালিকদের মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভাটাগুলোর চিমনি, কাঁচা ইট ও অন্যান্য সরঞ্জাম বিনষ্ট করে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। রাতে ইউএনও বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, উপজেলার চররমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে এই অভিযান চালানো হয়।
বন্ধ করে দেওয়া অবৈধ ইটভাটাগুলো হলো- মেসার্স আমানত ব্রিকস, মেসার্স জে এস ব্রিকস ও মেসার্স চৌধুরী ব্রিকস। এর মধ্যে মেসার্স আমানত ব্রিকসের স্বত্বাধিকারী মো. নোমানকে ৩ লাখ টাকা, মেসার্স জে এস ব্রিকসের স্বত্বাধিকারী মো. সারোয়ারকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং মেসার্স চৌধুরী ব্রিকসের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে এই তিনটি ইটভাটার মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর চিমনি ও কাঁচা ইট বিনষ্ট করে সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসএম