যুক্তরাষ্ট্রে স্কুল ক্যাম্পে গাড়ি ঢুকে প্রাণ গেল ৪ শিশুর

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের চ্যাথামে স্কুল ক্যাম্পে একটি গাড়ি ঢুকে পড়লে চারজন শিশুর মৃত্যু হয়। এ ছাড়া আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহতদের বয়স ৪ থেকে ১৮ বছরের মধ্যে।
ইলিনয় স্টেট পুলিশ এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার সময় তিনজন শিশু ভবনের বাইরে এবং একজন শিশু ক্যাম্পের ভিতরে ছিল।

গাড়ির ধাক্কায় তাদের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত এক ব্যক্তিকে হেলিকপ্টারে করে স্থানান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িচালক অক্ষত ছিলেন এবং তার শারীরিক ও মানসিক মূল্যায়নের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার তদন্ত চলছে। ঘটনাটি গতকাল সোমবার বিকেল ৩টা ২০ মিনিটে চ্যাথাম শহরে ঘটে। এটি ইলিনয় রাজ্যের রাজধানী স্প্রিংফিল্ড থেকে প্রায় ১০ মাইল দক্ষিণে অবস্থিত।

ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার এক বিবৃতিতে বলেন, ‘এই মর্মান্তিক ঘটনার খবরে আমি স্তব্ধ এবং গভীরভাবে দুঃখিত।

আজ সকালে অনেক বাবা-মা তাদের সন্তানকে বিদায় জানিয়েছিলেন, কিন্তু তারা জানতেন না যে, কারো কারো জন্য এটাই শেষ বিদায়। এই শোক অসহনীয়, কোনো অভিভাবকেরই এমন অভিজ্ঞতা হওয়া উচিত নয়।’

দুর্ঘটনাস্থলটি ছিল ‘ওয়াইএনওটি আফ্টার স্কুল ক্যাম্প’ নামের সেন্টার। তাদের ওয়েবসাইট অনুযায়ী শিশুদের জন্য বাইরের খেলাধুলা ও কার্যক্রম পরিচালনা করে থাকে সেন্টারটি। এ ঘটনার পর স্থানীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

আরআর/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সিদ্দিকের লাঞ্ছনায় ক্ষুব্ধ জ্যোতি বললেন 'দেশটা মানুষ বসবাসের অযোগ্য হয়ে উঠছে’ Apr 29, 2025
img
ইরফানকে নিয়ে খোলা চিঠি ছেলে বাবিলের Apr 29, 2025
বিয়ের আগেই তিন সন্তানের মা শ্রীলীলা Apr 29, 2025
অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ Apr 29, 2025
img
স্বপ্নের ফাইনালের লক্ষ্যে আজ লড়াইয়ে আর্সেনাল-পিএসজি Apr 29, 2025
পুরো ক্রিকেট বিশ্ব দাবিয়ে রাখা কে এই ভৈভব সূর্যবংশী ? Apr 29, 2025
img
শুধু পারমাণবিক নয়, আরেক ভয়াবহ সংকটের মুখে ভারত-পাকিস্তান Apr 29, 2025
ভক্তের সঙ্গে যে কাণ্ড ঘটালেন মাহমুদুল্লাহ Apr 29, 2025
img
ঢাকা ইপিজেডে বিদ্যুৎ সংকটে ৩০ শতাংশ কারখানায় উৎপাদন বন্ধ Apr 29, 2025
img
অতিরিক্ত অ্যালোভেরা ত্বকের উপকার নয়, ডেকে আনতে পারে ক্ষতি Apr 29, 2025