শুরু থেকে সাবলীল ব্যাটিংয়ে টেস্ট ক্রিকেটে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করলেন সাদমান ইসলাম, ২০২১ সালের পর প্রথম।
৪২তম ওভারে রিচার্ড এনগারাভাকে চার মেরে তিন অঙ্ক স্পর্শ করেন সাদমান, ১৪২ বলে। পঞ্চাশ ছুঁয়েছিলেন তিনি ৭৮ বলে।
এই সময়ে সাদমানের ব্যাট থেকে এসেছে ১৬টি চার। টেস্টে কোনো ইনিংসে যা তার সর্বোচ্চ। এর আগে কোনো ইনিংসে ১২টির বেশি চার মারতে পারেননি তিনি।
২০২১ সালেরর জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষেই প্রথম সেঞ্চুরি করেছিলেন সাদমান। দেশের মাটিতে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন এবারই প্রথম।
৪২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৫০। ১৪৫ বলে ১০১ রানে খেলছেন সাদমান। ২৭ বলে মুমিনুল হকের রান ৯।
আরআর/এসএন