হিন্দু দেবদেবীদের অপমান করার অভিযোগ হৃতিক রোশনের বিরুদ্ধে। কিছু দিন আগেই আমেরিকার এক অনুষ্ঠানে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন বলি তারকা। সেই অনুষ্ঠানে নাকি গোমাংস খাওয়া হয়েছে, এমন অভিযোগ উঠেছে। সেই বিতর্ক এ বার উস্কে দিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেট তারকা দানিশ কানেরিয়া। তাঁর দাবি, সেই অনুষ্ঠানে নাকি খালিস্তানি ও মৌলবাদীরাও উপস্থিত ছিলেন। ভারতে নিষিদ্ধ মানুষজনের সঙ্গেই নাকি হৃতিক জমায়েত করেছেন।
গণমাধ্যমের কাছে এই দাবি করার পাশাপাশি, সমাজিকমাধ্যমেও বিষয়টি তুলে ধরেছেন ক্রিকেট তারকা। দানিশ লিখেছেন, “বলিউড তারকা হৃতিক রোশন আমেরিকার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে মৌলবাদী ও খলিস্থানিদের সঙ্গে তিনি অনুষ্ঠান করেছেন। ওই অনুষ্ঠানে গোমাংসের পার্টি হয়েছিল এবং হিন্দু দেবদেবীদের চরম অপমান করা হয়েছে।”
তবে এই প্রসঙ্গে এখনও হৃতিকের তরফ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি। দানিশ কানেরিয়া বর্তমানে পাকিস্তানের মানুষ হলেও, জন্মগত ভাবে তিনি হিন্দু গুজরাতি।
হৃতিককে নিয়ে বিতর্কের সূত্রপাত হিউস্টনের এক অনুষ্ঠানে। রামনবমীতে ছিল সেই অনুষ্ঠানের বিশেষ আয়োজন— নাম ‘রঙ্গোৎসব’। হোলি উদ্যাপন করতেই প্রবাসীরা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। বিশেষ তিথিতে উদ্যাপন আরও গুরুত্ব পেয়েছিল। কিন্তু তাল কাটে অন্যত্র। অভিযোগ, রামনবমীতেও অনুষ্ঠানস্থলে দেদার বিক্রি হয় গোমাংস ও মদ। সেই ছবি সমাজমাধ্যমে তুলে ধরেছিলেন উপস্থিত এক ব্যক্তি। এই ঘটনাকেই ফের উস্কে দিয়েছেন দানিশ কানেরিয়া।
আরএম টিএ