ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত

দুর্নীতি দমন কমিশন (দুদক) সিদ্ধান্ত নিয়েছে, বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সাবেক মন্ত্রীসহ অন্যান্যদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হবে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের জানান, তারা কারো নাম প্রকাশ না করলেও, তদন্ত দলের প্রয়োজন হলে তারা রেড অ্যালার্টের ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে, রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়াানা জারির নির্দেশ দিয়েছে আদালত।


এসএস/টিএ

Share this news on: