৭৫ বছর বয়সে ডিগ্রি পাস করে আলোচনায় সাদেক আলী

নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা উজানপাড়ার বাসিন্দা ৭৫ বছর বয়সী মো. সাদেক আলী প্রামাণিক ডিগ্রি পাস করে প্রশংসায় ভাসছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে বিএসএস ডিগ্রিতে ২.৭৫ সিজিপিএ অর্জন করেন তিনি। সোমবার (২৮ এপ্রিল) ফলাফল ঘোষণার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় তার সাফল্যের গল্প।

পেশায় কৃষক সাদেক আলী এক ছেলে ও দুই মেয়ের পিতা। তার ছেলে নাসির উদ্দিন নাটোরের দিঘাপাতিয়া এমকে কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক। তিনি জানান, সাদেক আলী ১৯৭৪ সালে এসএসসি ও ১৯৭৬ সালে এইচএসসি পাস করেন। কিন্তু আর্থিক সংকটের কারণে তখন উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তিন সন্তানকে শিক্ষিত করার পর নিজের স্বপ্নপূরণে ২০২০ সালে বাউবিতে ভর্তি হন।

২০২৪ সালের ১ জানুয়ারি একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তার বাঁ পায়ের দুটি হাড় ভেঙে যায়। কিন্তু তাতেও থেমে থাকেননি। ক্র্যাচে ভর দিয়েই ৩য় থেকে ৬ষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় অংশ নেন।

সাদেক আলীর এই সাফল্যকে “অকুতোভয় যোদ্ধার” উদাহরণ হিসেবে তুলে ধরেন বাউবির বরিশাল আঞ্চলিক পরিচালক ড. মো. আজিজুল হক। অন্যদিকে নলডাঙ্গার শিক্ষাবিদ অধ্যাপক ড. জিয়াউল হক বলেন, “ভাঙা পা নিয়েও ৭৫ বছরে এ অর্জন প্রমাণ করে—দৃঢ় মনোবল থাকলে অসম্ভব কিছু নেই।”


এসএস/টিএ

Share this news on: