গতকাল সন্ধ্যায় ভারতের আসামের গড়ভাঙ্গা জঙ্গল থেকে অভিনেতা রোহিত বাসফোর ‘মরদেহ উদ্ধার’ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। মুহূর্তে তা ভাইরাল—শোকবার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া।
“দ্য ফ্যামিলি ম্যান খ্যাত অভিনেতার রহস্যময় মৃত্যু!”
কিন্তু রাত পোহাতে না পোহাতেই নাটকীয় মোড়—রোহিত নিজেই ইনস্টাগ্রামে জানালেন, তিনি জীবিত ও সুস্থ!ভুল হয়েছে ‘নাম বিভ্রাটে’। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ইনস্টাগ্রামে এক স্টোরিতে তিনি লিখেছেন,"মৃত্যুর খবর শুনে আমার নিজেরই কনফিউশন হয়েছিল কিছুক্ষণ! কিন্তু বিশ্বাস করুন, এখনও শ্বাস নিচ্ছি। ধন্যবাদ যারা চিন্তায় পড়েছিলেন।"
নেটিজেনরা এখন হাঁফ ছেড়ে বেঁচেছেন। আর কেউ কেউ মজা করেও বলছেন—“রোহিত না থাকলেও তার চরিত্রগুলো মরে না!”
রোহিত বেঁচে আছেন। গুজব নয়, এটাই বাস্তব। আর সামনে আসছে তার নতুন চমক!
এফপি/টিএ