মিরাজের দিকে তাকিয়ে সাদমান, বিজয়কে নিয়ে আশাবাদী

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পান সাদমান ইসলাম। ১২০ রানে আউট হলেও আরও বড় রান করার স্বপ্ন ছিল তার, যে কারণে এখন তিনি আক্ষেপে পুড়ছেন। তবুও দল ভালো অবস্থানে যাবে বলে আশা সাদমানের। এক্ষেত্রে তার নজর দিন শেষে অপরাজিত থাকা একমাত্র স্বীকৃত ব্যাটার মেহেদি হাসান মিরাজের দিকে।
 
সংবাদ সম্মেলনে আজ (মঙ্গলবার) বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হাজির হওয়া সাদমান জানান, ‘(ইনিংস আরও বড় করা) যেত অবশ্যই। আমরা ভালো অবস্থায় ছিলাম। সেখান থেকে একটু হয়তোবা পিছিয়ে গিয়েছি। তবুও যা হয়েছে আলহামদুলিল্লাহ, ইনশা-আল্লাহ কালকে পুরো দিন আছে। ব্যাটার মিরাজ আছে যেহেতু, আশা করি ভালো জুটি হলে আমরা আরও এগিয়ে যেতে পারব।’

পরে নিজের সেঞ্চুরি প্রসঙ্গে সাদমান বলেন, ‘রানের জন্যই তো খেলাটা। সবসময় ইচ্ছা থাকে বড় রান করার। এখানেও ইচ্ছা ছিল সুযোগ আসলে বড় রান করার। চেষ্টা করেছি যতটুকু দলের জন্য দিতে পারি। সামনে আরও সময় আছে (বড় কিছুর লক্ষ্যে)।’
বিজ্ঞাপন
 
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সিলেটের গ্যালারি ছিল ফাঁকা। চলমান চট্টগ্রাম টেস্টেও দর্শক উপস্থিতি কম থাকা প্রসঙ্গে সাদমান বলেন, ‘না, (দর্শক না থাকায়) এমন কোনো আক্ষেপ নাই। এখন অনেক গরম। আবার ওয়ার্কিং ডে। এজন্য মানুষ হয়তো আসেনি। এমন কোনো ইয়ে (চিন্তা) নেই। আমি দলের জন্য যেটা করা দরকার করেছি। (শিক্ষার্থীরা আসছে) হয়তো বা দর্শকরা মাঠে আসে, যারা টিভিতেও দেখেছে তাদের অনেক ধন্যবাদ জানাই।’
 
লম্বা সময় ধরে টেস্টে বাংলাদেশের ওপেনিং জুটি বড় ইনিংস গড়তে পারছিল না। সেটা কিছু পূরণ হয়েছে সাদমানের সঙ্গে এনামুল হক বিজয়ের জুটিতে। বিজয় ফিফটি না পেলেও, সামনে ভালো করবেন বলে আশাবাদী তার অপরপ্রান্তে থাকা সাদমান, ‘ওপেনিং জুটি আলহামদুলিল্লাহ ভালোর দিকেই ছিল। এমন মনে হয়নি যে বিজয় ভাই সংগ্রাম করছে। ভালোই করছিল। তবে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে গেছে। উনি (বিজয়) অনেক সিনিয়র। দেখেছি সবসময় রান করে থাকেন। আজও শুরুটা ভালোই করেছে, তবে আউট হয়ে গেছেন। ইনশা-আল্লাহ সামনে আরও ভালো করবে।’

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সৌদি আরবসহ ৮টি দেশের সাথে জোট গঠন করবে ইরান! Apr 30, 2025
img
‘বাংলাদেশি’ সন্দেহে গুজরাটে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলিম Apr 30, 2025
img
এস আলমের স্টিল ও ব্যাগ উৎপাদন কারখানা নিলামে Apr 30, 2025
img
ভারতীয় কর্মকর্তাদের ‘হানি ট্র্যাপে’ ফেলতে বছরে ৩৫০০ কোটি খরচ করে পাকিস্তান! Apr 30, 2025
img
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে কারামুক্ত হবেন ইমরান খান? Apr 30, 2025
img
ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণ না করলে প্লট বাতিল-জরিমানা Apr 30, 2025
img
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের সঙ্গে কথা বলবে আমেরিকা Apr 30, 2025
img
কাশ্মীর হামলা নিয়ে কথা বলায় আফ্রিদিকে এক হাত নিলেন শিখর ধাওয়ান Apr 30, 2025
img
সাউথের দর্শক নিয়ে বেফাঁস মন্তব্য সালমানের, প্রতিবাদ জানালেন নানি Apr 30, 2025
img
উপস্থাপক মোশাররফ করিম Apr 30, 2025