এনসিপির পদ ছাড়লেন কেন্দ্রীয় সদস্য রিদওয়ান হাসান

আলেম সমাজের প্রত্যাশা ও ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণের বিষয় অগ্রাধিকার না পাওয়ার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও সাধারণ আলেম সমাজের আহ্বায়ক মুহাম্মদ রিদওয়ান হাসান।মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১০টায় ফেসবুক নিজের পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি পদত্যাগের তথ্য জানান।
পদত্যাগপত্রের অনুলিপি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতাদের পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পদত্যাগপত্রে তিনি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক মাইলফলক, যেখানে সাধারণ আলেম সমাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক অভূতপূর্ব দৃঢ়তা নিয়ে সামনে এসেছিল। দেশের বিভিন্ন প্রান্তে অভিনব পদ্ধতিতে “গাশত কর্মসূচি”র মাধ্যমে জনতার মনে জাগরণ সৃষ্টি করে আন্দোলনকে গণআন্দোলনে রূপ দিয়েছিল এবং বহু ত্যাগ ও আত্মোৎসর্গের মাধ্যমে বিজয়ের মাটি প্রস্তুত করেছিল। আমি সেই ইতিহাসের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির সূচনালগ্নে যুক্ত হতে পেরে গর্ববোধ করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

‘আমি সব সময় বিশ্বাস করেছি, একটি বহুমতের, মূল্যবোধনির্ভর ও ন্যায়ভিত্তিক রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে হলে সব শ্রেণি-পেশার মানুষের দাবিকে শ্রদ্ধার সাথে গুরুত্ব দেওয়া জরুরি। বিশেষত, চব্বিশের গণঅভ্যুত্থানে ৮০ এর অধিক জীবন উৎসর্গকারী শহীদ আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষার্থীদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো আমাদের নৈতিক দায়িত্ব।’
ধর্মীয় মূল্যবোধ নিয়ে তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টিও বহুমতের প্রত্যাশা ও সহাবস্থানের যে অঙ্গীকার নিয়ে এগিয়েছিল, তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ছিল।

তবে সময়ের সাথে সাথে লক্ষ্য করেছি, শহীদ আলেম ও শিক্ষার্থীদের স্বপ্ন ও প্রত্যাশাগুলো এবং ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণের মতো বিষয়গুলো এনসিপিতে প্রত্যাশিত অগ্রাধিকার পায়নি।’ ‘সুতরাং দেশের ইসলামপ্রিয় জনগণের আকাঙ্ক্ষাকে আরও নিবিড়ভাবে প্রতিনিধিত্ব করার সংকল্প নিয়ে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণের কথা বিবেচনা করে আমি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্যপদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।’

পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়ে রিদওয়ান হাসান বলেন, ‘আমি ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টির কল্যাণ ও সাফল্য কামনা করছি এবং দেশের সার্বিক কল্যাণে যেকোনো ইতিবাচক প্রয়াসে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। এনসিপির উত্তরণ ও কল্যাণের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল। আল্লাহ আমাদের সবাইকে ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করুন। আমিন।’

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সৌদি আরবসহ ৮টি দেশের সাথে জোট গঠন করবে ইরান! Apr 30, 2025
img
‘বাংলাদেশি’ সন্দেহে গুজরাটে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলিম Apr 30, 2025
img
এস আলমের স্টিল ও ব্যাগ উৎপাদন কারখানা নিলামে Apr 30, 2025
img
ভারতীয় কর্মকর্তাদের ‘হানি ট্র্যাপে’ ফেলতে বছরে ৩৫০০ কোটি খরচ করে পাকিস্তান! Apr 30, 2025
img
ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে কারামুক্ত হবেন ইমরান খান? Apr 30, 2025
img
ঝিলমিল প্রকল্পে বাড়ি নির্মাণ না করলে প্লট বাতিল-জরিমানা Apr 30, 2025
img
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের সঙ্গে কথা বলবে আমেরিকা Apr 30, 2025
img
কাশ্মীর হামলা নিয়ে কথা বলায় আফ্রিদিকে এক হাত নিলেন শিখর ধাওয়ান Apr 30, 2025
img
সাউথের দর্শক নিয়ে বেফাঁস মন্তব্য সালমানের, প্রতিবাদ জানালেন নানি Apr 30, 2025
img
উপস্থাপক মোশাররফ করিম Apr 30, 2025