আবেদনময়ী অথচ সহজাত, সাহসী অথচ মায়াময়-স্বস্তিকার ভঙ্গিতে মিশে থাকে এক অন্যরকম জাদু।কখনো দৃপ্ত আত্মবিশ্বাস, কখনো মৃদু মায়া, ক্যামেরার সামনে তিনি যেমন, বাস্তবের মঞ্চেও তেমনই দুর্বার।
স্বস্তিকার প্রতিটি দৃষ্টি যেন বলে যায় এক নিজস্ব গল্প কখনো প্রেমের, কখনো বিদ্রোহের, আবার কখনো নিঃশব্দ মুক্তির।আবেদনের সংজ্ঞা কি শুধু সাজের ভেতর আটকে থাকে? স্বস্তিকা মুখোপাধ্যায় যেন তার জীবন্ত উত্তর। তার চাহনিতে আছে অনাবৃত এক জাদু; যা শব্দ ছাড়াই গল্প বলে, সময়কে থামিয়ে রাখে নিঃশব্দ বিস্ময়ে।
সাহস, আত্মবিশ্বাস আর লাস্যময় উপস্থিতি মিলিয়ে স্বস্তিকা নিজেকে রূপান্তর করেছেন এক অনন্য শিল্পে, যেখানে প্রতিটি ভঙ্গিমা ছড়িয়ে দেয় নিজস্ব মাদকতা, আর প্রতিটি হাসি বয়ে আনে এক অন্যরকম মুক্তির স্বাদ।
এমআর/টিএ