সাউথের দর্শক নিয়ে বেফাঁস মন্তব্য সালমানের, প্রতিবাদ জানালেন নানি

ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সিকান্দার’ নিয়ে আশাবাদী ছিলেন সালমান খান, কিন্তু সে অর্থে ছবিটি চলেনি প্রেক্ষাগৃহে। সিনেমাটির প্রচারণার সময় দক্ষিণী দর্শকদের নিয়ে এক মন্তব্য করে বসেন অভিনেতা, যা নিয়ে বেশ কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল সালমান খানকে।

বলিউড এবং দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি প্রসঙ্গে কথা বলতে গিয়ে সালমান বলেছিলেন, হিন্দি দর্শকরা দক্ষিণ ভারতীয় সুপারস্টারদের সিনেমা দেখতে পছন্দ করেন, কিন্তু দক্ষিণী দর্শকরা বলিউডের ছবি দেখেন না। খুব স্বাভাবিকভাবেই তাই ব্যবসায় এর প্রভাব পড়ে।

এবার সালমানের সেই মন্তব্যের প্রতিবাদ করেন দক্ষিণী তারকা নানি। দক্ষিণে বলিউডের গুরুত্বের অভাব প্রসঙ্গে কথা বলতে গিয়ে নানি বলেন, ‘হিন্দি সিনেমা অনেক প্রাচীন, দক্ষিণী সিনেমা অনেক পরে এসেছে। দক্ষিণী সিনেমা যে ভালোবাসা পাচ্ছে মানুষের থেকে, তা খুব সম্প্রতি। কিছু বছর আগেও আন্তর্জাতিক বাজারে দক্ষিণী ছবির এত রমরমা ছিল না।
 
নানি আরো বলেন, “আপনি যদি দক্ষিণ ভারতে গিয়ে যেকোনো মানুষকে জিজ্ঞাসা করেন প্রিয় হিন্দি ছবির নাম, তাহলে দেখবেন অমিতাভ বচ্চন বা শাহরুখ খানের সিনেমার কথা বলবে তারা। ছোটবেলায় আমরা সবাই হিন্দি সিনেমা দেখতাম, ‘কুচ কুচ হোতা হে’, ‘দিল তো পাগল হে’, এই ছবিগুলি তখন ব্লকবাস্টার ছিল। হিন্দি সিনেমা সারা জীবন সর্বত্র গ্রহণযোগ্য ছিল, দক্ষিণী ছবি ভালোবাসা পাচ্ছে মাত্র কিছুদিন হলো।”

ভাইজানের মন্তব্যের প্রসঙ্গে কথা বলতে গিয়ে এই অভিনেতা বলেন, ‘যদি সত্যিই ওনার ছবি এখানকার মানুষ না দেখত তাহলে উনি সুপারস্টার হলেন কিভাবে? এখানকার মানুষ অবশ্যই ওনার ছবি দেখেন।

আমরা সবাই ওনাকে ভীষণ ভালোবাসি। শুধু সিনেমা নয়, ওনার সিনেমার বিভিন্ন গান আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে গাওয়া হয়। যেমন-দিদি তেরা দেওর দিওয়ানা, এই গানগুলি আমাদের বিবাহ অনুষ্ঠানে গাওয়া হয়।’

প্রসঙ্গত, ‘সিকান্দার’ ছবির প্রচারের সময় সালমান খান একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সাউথ ইন্ডিয়ার মানুষ যে আমাদের পছন্দ করেন না, তা নয়। আমাদের সামনে দেখলে হাই-হ্যালো করেন, একসঙ্গে সেলফি তোলেন।

কিন্তু যখন কোনো সিনেমা মুক্তি পায়, তখন আর হলে গিয়ে সিনেমা দেখেন না। আমাদের এখানে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের যেভাবে গ্রহণ করা হয়, ওখানে সেই ভাবে গ্রহণ করা হয় না।’

এদিকে আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নানির নতুন সিনেমা ‘হিট : দ্য থার্ড কেস’। শৈলেশ কোলানু পরিচালিত এই অ্যাকশন থ্রিলার ছবিতে নানির বিপরীতে রয়েছেন কেজিএফ-২ খ্যাত শ্রীনিধি শেঠি। অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন আদিল পালা, রাও রমেশ, ব্রহ্মাজি এবং মাগন্তী শ্রীনাথ প্রমুখ।

এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
রোহিঙ্গাদের ভোটার থেকে বাদ দিতে ইসি'র বৈঠক Apr 30, 2025
কোথায় জ্বীন জাতির সেই অদৃশ্য জগৎ? Apr 30, 2025
img
মাটির নিচে পাওয়া গেল মর্টারশেল, সরাতে গিয়ে বিস্ফোরণ Apr 30, 2025
img
মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আটক ১ Apr 30, 2025
পাকিস্তানি ১৬ ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করল ভারত, বিবিসিকেও সতর্ক বার্তা Apr 30, 2025
img
ইয়েমেনে আড়াই হাজার কোটি দামের সাতটি ড্রোন হারাল যুক্তরাষ্ট্র Apr 30, 2025
হুতির ভয়ে পালাতে গিয়ে সাগরে ডুবল মার্কিন যুদ্ধ বিমান Apr 30, 2025
img
রিকশা ভাড়ার ৫০ টাকা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Apr 30, 2025
img
অভিনেতা সিদ্দিকের সঙ্গে যা ঘটেছে, তা মব ভায়োলেন্স: শিল্পী সংঘের সভাপতি Apr 30, 2025
img
পুতিনের যুদ্ধবিরতি ঘোষণায় সন্তুষ্ট হলেও স্থায়ী চুক্তি চান ট্রাম্প Apr 30, 2025