স্বপ্নে কেয়ামত হতে দেখে তওবা করে অভিনয় ছেড়েছি: আন্না

এক সময়ের জনপ্রিয় ঢাকাই সিনেমার অভিনেত্রী নাহিদা আশরাফ আন্না বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন। প্রায় ৫০টি সিনেমায় অভিনয় করা এই নায়িকা এখন সংসার ও ব্যবসা নিয়েই ব্যস্ত। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) তাঁর জন্মদিন। আরটিভির পক্ষ থেকে রইল জন্মদিনের শুভেচ্ছা।

এদিকে, অভিনয় থেকে বেশ অনেক দিন ধরেই দূরে আছেন আন্না। হঠাৎ সিনেমা ছাড়া প্রসঙ্গে তিনি আরটিভিকে বলেন, স্বপ্নে কেয়ামত হতে দেখে এক রাতের মধ্যেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। সঙ্গে সঙ্গে তওবা করেছি, আর কখনও অভিনয় করব না।

তিনি আরও যোগ করেন, অভিনয়কে আমি সবসময় ভালোবাসি। হয়তো কারণবশত আমি কাজটা ছেড়ে দিয়েছি। বর্তমানে পার্লার বিজনেস নিয়ে আমি খুবই হ্যাপি। কারণ, আমি এখানে শুধু মেকআপ নিয়ে কাজ করছি না, নারী উদ্যোক্তা হিসেবেও কাজ করছি।

সিনেমায় অভিনয়ের প্রাপ্তি প্রসঙ্গে আন্না জানান, আমি মান্না ভাই, ডিপজল সাহেবের সঙ্গে বেশি কাজ করেছি। এছাড়াও শাকিব, রিয়াজ, ফেরদৌস ভাইয়ের সঙ্গেও কাজ করেছি। বলতে পারেন, জায়েদ ভাই থেকে শুরু করে সবার সঙ্গেই কাজ করেছি। একদিক থেকে আমি অনেক লাকি। সবাই আমাকে অনেক ভালোবেসেছে এবং সবাইকে আমি সম্মান দিয়েছি। আমার কোনো শত্রু নেই, আলহামদুলিল্লাহ্‌।

তারকাদের ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা প্রসঙ্গে সাবেক এই নায়িকার ভাষ্য, যখন আমি আমার কোনো সহকর্মীর নামে বাজে কথা শুনি, তখন খুব খারাপ লাগে। আগে তারকাদের ব্যক্তিগত বিষয়ে মানুষ তেমন জানতে পারত না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার বদৌলতে কিছু হলেই সবাই জেনে যায়, সমস্যাটা এখানেই। আমার একটাই চাওয়া, সিনিয়র-জুনিয়র সবাই তাদের ব্যক্তিগত জীবন হাইডে রাখুক। সবাই প্রোফেশনটাকেই হাইলাইট করুক। সবার জন্য আমার শুভকামনা।

প্রসঙ্গত, ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত আন্না। শিশুশিল্পী হিসেবে তিনি ‘বিদ্রোহী পদ্মা’, ‘মালা তুমি কার’, ‘প্রেম পিয়াসী’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র কাজ করেছেন। ২০০৬ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় তিনি রানারআপ হয়েছিলেন। ২০০৯ সালে এফআই মানিক পরিচালিত ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আল্লাহর ওয়াস্তে বলিউড মুভি বানিয়ে ফেল না: আফ্রিদি Apr 30, 2025
img
মোদির আগ্রাসন পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছে : ইমরান Apr 30, 2025
img
ভারত-পাকিস্তান উত্তেজনা, 'পাকিস্তান প্রথম হামলা করবে না, পিছুও হটবে না' : ইসাক দার Apr 30, 2025
img
একটু আদরে আমাকে রাখো : মাহিয়া মাহি Apr 30, 2025
img
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি Apr 30, 2025
img
স্বামীকে কিছু না জানিয়ে কখনো কিছু করি না : অঞ্জনা বসু Apr 30, 2025
img
৮ মে রমনা বটমূল বোমা হামলা মামলার রায় Apr 30, 2025
img
রাজবাড়ীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা Apr 30, 2025
img
হাজিদের প্রতারণা থেকে সতর্ক করল মক্কা পুলিশ Apr 30, 2025
img
বন্যার্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধান উপদেষ্টা Apr 30, 2025