ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সশস্ত্র হামলাকারীদের গুলিতে ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারতীয় সেনাদের দায়ী করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি বলেছেন, ‘সেখানে যদি পটকাও ফোটে, ভারত তাতেও দোষ দেয় পাকিস্তানকে।’
ভারতের উদ্দেশে সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘তোমাদের আট লাখ সেনা রয়েছে কাশ্মীরে। আর তোমরা পর্যটকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে। তার মানে, তোমরা কোনো কাজের না।’
আফ্রিদি ভারতীয় মিডিয়ারও সমালোচনা করতে ছাড়েননি, ‘অবাক হই এটা ভেবে যে, পহেলগামে হামলার এক ঘণ্টার পরেই ভারতীয় গণমাধ্যম বলিউডে পরিণত হয়। আল্লাহ’র ওয়াস্তে সব কিছুকে বলিউড বানিয়ে ফেলো না।’
আফ্রিদি এর আগে বলেছিলেন, ‘তারা (ভারতের গণমাধ্যম) মৃতকে জীবিত করে তোলে, আবার যে মরে গেছে তাকেও জাগিয়ে তোলে। বলিউডও আছে এই তালিকায়।’
আফ্রিদি দাবি করছেন, পাকিস্তান যখন ভারতে ১৯৯৯ সালে সিরিজ খেলতে গিয়েছিলেন, তখন ব্যাঙ্গালুরুতে তাদের ওপর হামলা হয়েছিল। আরও বহুবার তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু হামলার কথা বলেই পাকিস্তানে আসতে চায় না ভারত।
এই অবস্থায় পাকিস্তান ক্রিকেটের কি করা উচিত তাও বলেছেন আফ্রিদি, ‘পিসিবির এই মুহূর্তে লবিং শক্তিশালী করা। আইসিসির সঙ্গে এবং অন্য যত বোর্ড আছে সবার সঙ্গে পাকিস্তানের
সম্পর্ক মজবুত করা উচিত।’ এক বিবৃতিতে আফ্রিদি দাবি করেছেন যেন ক্রিকেটের মতো খেলাধুলা নোংরা উত্তেজনার শিকার না হয়, ‘খেলাকে রাজনীতির বাইরে রাখতে হবে। ক্রিকেট দুই দেশের মানুষের আবেগের জায়গা, এটা যেন দ্বন্দ্বের কারণ না হয়।’
আরএম/টিএ