ইয়েমেনে আড়াই হাজার কোটি দামের সাতটি ড্রোন হারাল যুক্তরাষ্ট্র

গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সাতটি এমকিউ-৯ রিপার ড্রোন নিখোঁজ হয়েছে, যা হুথি বিদ্রোহীরা ভূপাতিত করেছে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (২৮ এপ্রিল) এ তথ্য জানান এক মার্কিন কর্মকর্তা। একই দিনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানায়, তাদের বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান থেকে একটি যুদ্ধবিমান পড়ে গেছে, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় ৮১০ কোটি টাকারও বেশি।

অপরদিকে ইয়েমেনে যেসব ড্রোন ভূপাতিত হয়েছে সেগুলোর একেকটির দাম ৩০ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি অর্থে ৩৬৫ কোটি টাকা। সে হিসেবে সাতটি ড্রোন হারানোর মাধ্যমে তাদের ২ হাজার ৫৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মার্চের মাঝামাঝি সময় থেকে ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালানো শুরু করে যুক্তরাষ্ট্র। এতে এমকিউ-৯ রিপার ড্রোন ব্যবহার করা হয়। এগুলো দিয়ে মূলত ‘অনুসন্ধান’ চালানো হয়। সঙ্গে উচ্চক্ষমতাসম্পন্ন এসব ড্রোন দিয়ে লক্ষ্যবস্তুতে হামলাও চালানো যায়।

নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, “গত ১৫ মার্চ থেকে সাতটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত হয়েছে।”
রণতরী থেকে পড়ে গেছে বিমান

লোহিত সাগরে থাকা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান থেকে একটি বিমান সমুদ্রে পড়ে গেছে। ৬৭ মিলিয়ন ডলারের বিমানটির সঙ্গে একটি টো ট্রাক্টরও পানিতে পড়েছে। বাংলাদেশি অর্থে এফ/এ-১৮ই মডেলের এ যুদ্ধবিমানটির দাম ৮১০ কোটি টাকারও বেশি। এ ঘটনায় একজন নাবিক আহত হয়েছেন।

গতকাল সোমবার মার্কিন নৌবাহিনী এ তথ্য জানায়। বিবৃতিতে তারা বলেছে, “এফ/এ-১৮ই বিমানটি হ্যাঙ্গার বে-তে ছিল। তখন এটি সরানোর দায়িত্বে থাকা কর্মী বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বিমান ও টো ট্রাক্টর রণতরী থেকে পড়ে যায়।”

বিমানটি পড়ার আগেই নিজেদের নিরাপত্তার তাৎক্ষণিক ব্যবস্থা নেয় ক্রুরা। ফলে কেউ নিখোঁজ হননি। তবে দুর্ঘটনার সময় একজন নাবিক সামান্য আহত হন।

রণতরীটি যেখানে ছিল এটি এখনো সেখানেই আছে। এছাড়া অন্যান্য বিমান অক্ষত আছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। কীভাবে রণতরী থেকে বিমান পড়ে গেলো সেটি এখন তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

হ্যারি এস ট্রম্যানে থাকা একই মডেলের আরেকটি যুদ্ধবিমান গত বছর ভুলক্রমে যুক্তরাষ্ট্রের সেনারাই গুলি করে ভূপাতিত করেছিল। তবে ইউএসএস গেটিসবার্গ গাইডেড মিসাইল দিয়ে ভূপাতিত করা বিমানটির দুইজন পাইলট সৌভাগ্যক্রমে বেঁচে যান।

বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী রয়েছে। এরমধ্যে একটি হলো ট্রুম্যান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে গত মার্চ থেকে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যেগুলো এই দুটি রণতরী থেকে পরিচালনা করা হচ্ছে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অসুস্থ হয়ে হাসপাতালে অজিত কুমার Apr 30, 2025
img
অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা Apr 30, 2025
img
বাংলাদেশে মুক্তবাণিজ্য এলাকা স্থাপনে জাতীয় কমিটি গঠন Apr 30, 2025
img
‘তাদের চাকরীর ব্যাপারে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম সংশ্লিষ্টতা নাই’- মোস্তফা সারোয়ার ফারুকী Apr 30, 2025
img
নেহার কান্না নাকি কৌশল? Apr 30, 2025
img
একাধিক সুযোগ পেয়েও রাজনীতিতে জড়াননি প্রীতি জিনতা Apr 30, 2025
img
তেলের দাম গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন Apr 30, 2025
img
বিনিয়োগের চেয়েও বড় ইস্যু হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি: আশিক চৌধুরী Apr 30, 2025
img
পরকীয়ার জেরে পুলিশ হত্যা, স্ত্রীসহ গ্রেফতার-২ Apr 30, 2025
img
সৌদির ‘মাসার নুসুক’ সিস্টেমে সমস্যা, ভিসা পেতে ভোগান্তি Apr 30, 2025