বাংলাদেশে মুক্ত বাণিজ্য এলাকা বা ফ্রি ট্রেড জোন (এফটিজেড) স্থাপনের জন্য জাতীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। কমিটি আগামী এক বছরের মধ্যে দেশের বিভিন্ন স্থানে উপযুক্ত জায়গা নির্ধারণ করে এফটিজেড চালুর কার্যক্রম গ্রহণ করবে।
২১ এপ্রিল গঠিত এই জাতীয় কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বিডাসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
কমিটির মূল লক্ষ্য হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের এফটিজেড মডেল, নীতি ও প্রণোদনার কাঠামো পর্যালোচনা করে বাংলাদেশের জন্য একটি কার্যকর কাঠামো তৈরি করা। প্রথম সভা হবে ৬ মে, বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুনের সভাপতিত্বে।
বেজা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “বাংলাদেশকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরের লক্ষ্য নিয়ে এফটিজেড স্থাপন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ সামিটে অংশগ্রহণকারী এফটিজেড উন্নয়নকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে।
উল্লেখ্য, ফ্রি ট্রেড জোনে শুল্ক ছাড়াই পণ্য আমদানি, উৎপাদন ও পুনঃরপ্তানি সম্ভব, যা বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিকে ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।
এসএস/এসএন