কলকাতায় হোটেলে আগুন, প্রাণ গেল ১৪ জনের

কলকাতার বড়বাজার এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন দুই শিশু, একজন নারী ও ১১ জন পুরুষ। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা।

যে হোটেলটিতে আগুন লেগেছে, সেটির নাম ‘ঋতুরাজ’। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আগুন লাগে এবং দ্রুত তা ৬ তলার সেই হোটেলটির প্রতিটি তলায় ছড়িয়ে পড়ে। পুলিশ কমিশনার জানিয়েছেন, এখন পর্যন্ত যাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, তারা সবাই আগুনের ফলে সৃষ্ট ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা গেছেন।

ঋতুরাজ হোটেলের একতলায় ছিল একটি গুদাম, দোতলায় রেস্তোরাঁ। বাকি তিন থেকে ৬ তলা পর্যন্ত ছিল অতিথি ও কর্মীদের থাকার ঘর। আগুন লাগার অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে যায় এবং তাদের প্রচেষ্টায় রাত ৩ টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন, পাশাপাশি জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ২৫ জনকে। জীবিতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর। মৃতদের মধ্যে ৮ জনের পরিচয় জানা গেছে।

কীভাবে আগুন লাগল, কিংবা কোন তলা থেকে আগুনের সূত্রপাত, তা এখনও জানা যায়নি। আগুন লাগার পর মঙ্গলবার রাতে ঘটনাস্থলে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নগর ও পৌরসভামন্ত্রী এবং কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম এবং পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। ফিরহাদ হাকিম সেখানে সাংবাদিকদের বলেছেন, “কীভাবে এই ঘটনা ঘটল, তা দমকল ও পুলিশ খতিয়ে দেখবে। এফআইআর হবে। ঘটনার তদন্ত হবে।”

এদিকে ঘটনার পর থেকেই পলাতক হোটেলের মালিক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা Apr 30, 2025
img
বাংলাদেশে মুক্তবাণিজ্য এলাকা স্থাপনে জাতীয় কমিটি গঠন Apr 30, 2025
img
‘তাদের চাকরীর ব্যাপারে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম সংশ্লিষ্টতা নাই’- মোস্তফা সারোয়ার ফারুকী Apr 30, 2025
img
নেহার কান্না নাকি কৌশল? Apr 30, 2025
img
একাধিক সুযোগ পেয়েও রাজনীতিতে জড়াননি প্রীতি জিনতা Apr 30, 2025
img
তেলের দাম গত সাড়ে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন Apr 30, 2025
img
বিনিয়োগের চেয়েও বড় ইস্যু হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি: আশিক চৌধুরী Apr 30, 2025
img
পরকীয়ার জেরে পুলিশ হত্যা, স্ত্রীসহ গ্রেফতার-২ Apr 30, 2025
img
সৌদির ‘মাসার নুসুক’ সিস্টেমে সমস্যা, ভিসা পেতে ভোগান্তি Apr 30, 2025
img
আরও সহজ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম : সানাউল্লাহ Apr 30, 2025