খুব শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এমনটি আমাদের প্রত্যাশা: এ্যানি

খুব শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, “জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দায়িত্ব আরও বেড়ে যাবে, আর সেই দায়িত্ব খুবই কঠিন ও চ্যালেঞ্জিং। তাই সবাইকে এখন থেকেই সজাগ ও সতর্ক থাকতে হবে।”

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদরের চরমটুয়া মাদ্রাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে এ্যানি বলেন, “নেতাগিরি করতে চাইলে আগে জনগণকে সম্মান ও সমীহ করতে হবে।”

তিনি আরও বলেন, “তরুণ প্রজন্ম ভাবছে, গত ১৭ বছরে যেটা চলছে সেটাই আসল রাজনীতি। কিন্তু হানাহানি করে কেউ রাজনীতিবিদ হতে পারে না। রাজনীতি ও সমাজব্যবস্থার প্রকৃত পরিবর্তন আনতে হলে মনোভাব পাল্টাতে হবে। এই ১৭ বছরের রাজনৈতিক ট্রেন ১৭ দিন বা ১৭ মাসে থেমে যাবে—এমন ভাবার সুযোগ নেই।”

অনুষ্ঠানে চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার সভাপতি এডভোকেট এম. এন জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের পাইলট হাউজের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হাসান, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন প্রমুখ।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুন আল মাদানী ও মাওলানা আবু তাহের। অনুষ্ঠানে মসজিদের নামফলক উন্মোচন করেন প্রধান অতিথি।


এসএস/এসএন

Share this news on: