যখন বুঝতে পারলাম কী হচ্ছে, তখন চিৎকার শুরু করি: মৌনী রায়

ভূতের সিনেমায় অভিনয় করা এক রকম চ্যালেঞ্জ। আর যদি সেই ধরনের সিনেমার শুটিংয়ের মাঝেই হঠাৎ বাস্তবে কিছু ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে হয়, তাহলে তো কথাই নেই। বলিউড অভিনেত্রী মৌনী রায় ভিন্ন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন। অভিনেত্রী ভূতের ভূমিকায় অভিনয় করেছেন। পাশাপাশি ঠিক ভিন্ন অভিজ্ঞতার কথাও জানিয়েছেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (১ মে) মুক্তি পেতে চলেছে মৌনী রায় অভিনীত ভৌতিক-কমেডি সিনেমা ‘দ্য ভূতনি’ । যেখানে বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্তকে দেখা যাবে ভূতের চরিত্রে অভিনয় করতে । বর্তমানে অভিনেত্রী তার আসন্ন সিনেমার প্রচারও করছেন। সেখানেই মৌনী তার সঙ্গে ঘটে যাওয়া এক পুরোনো ঘটনার কথা তুলে ধরেন।

শুটিংয়ের সময় যে হোটেলে মৌনী রায় উঠেছিলেন, সেখানে হঠাৎ একজন অপরিচিত ব্যক্তি তার ঘরে প্রবেশের চেষ্টা করেছিলেন। যে ঘটনার কথা ভেবেই আজও গা শিউরে উঠে অভিনেত্রীর। তিনি বলেন, ওই শহরটা আমার কাছে একদম নতুন ছিল। আমি নিজেও তখন একটা ছোট্ট শহরে থাকতাম। আসলে কেউ হোটেলে আমার ঘরের চাবি চুরি করেছিলেন। তাই আমার ঘর খোলার চেষ্টা করছিলেন। তবে যেটি ভালো বিষয়, তখন আমি একা ছিলাম না। আমার ম্যানেজারের সঙ্গেই ছিলাম। যখন আমরা বুঝতে পারলাম কী হচ্ছে, তখন চিৎকার শুরু করি।

অভিনেত্রী বলেন, আচমকা এমন ঘটনায় প্রথমে ঘাবড়ে যাই। এর পর আমরা রিসেপশনে ফোন করার চেষ্টা করি। বুঝতে পেরে ওই ব্যক্তি বাধা দিয়ে বলেন, তিনি ঘর পরিষ্কারের কাজ করতে এসেছেন। আমি তাকে পালটা জিজ্ঞেস করেছিলাম— দরজায় ধাক্কা না দিয়ে বা কলিং বেল না বাজিয়ে কে এভাবে দরজা খুলতে আসে? তাও রাত সাড়ে ১২টায়?

মৌনী রায় ও সঞ্জয় দত্ত ছাড়াও ‘দ্য ভূতনি’ সিনেমায় সানি সিং, পলক তিওয়ারি এবং আসিফ খানের মতো তারকারাও অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধান্ত কুমার সচদেবা। যে সিনেমায় মৌনীকে একটি ভূতের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

এদিকে বেশ কিছু দিন ধরেই সামাজিক মাধ্যমে গুঞ্জন— পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের একটি সিনেমায় নাকি অভিনয় করবেন অভিনেত্রী মৌনী রায়। তবে তিনি একা নন, সঙ্গে থাকবেন আরও এক বঙ্গতনয়া বলি অভিনেত্রী সুস্মিতা সেন। সুস্মিতা অবশ্য এর আগেও সৃজিতের সিনেমায় কাজ করেছেন। ‘নির্বাক’ সিনেমায় যিশু সেনগুপ্তের বিপরীতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। সুস্মিতার অভিনয়ও যথেষ্ট প্রশংসিত হয়েছিল।

কিন্তু মৌনী রায় এবারেই প্রথম। গত শুক্রবার (২৫ এপ্রিল) কলকাতায় এসে মৌনী রায় সেই গুঞ্জনে যেন ঘি ঢেলেন দিলেন। একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলায় সিনেমা করবেন কিনা?—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, তিনি সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমায় কাজ করতে চান।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
নিয়মিত যেসব খাবার খেলে কমতে পারে ক্যান্সারের ঝুঁকি May 01, 2025
img
‘অস্বাস্থ্যকর’ বাতাসে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে ঢাকা May 01, 2025
img
সুইডেনের রাজাকে রাষ্ট্রদূত ওয়াহিদার পরিচয়পত্র পেশ May 01, 2025
img
খুবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ May 01, 2025
img
দুই মাসের নিষেধাজ্ঞার পর পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু May 01, 2025
img
চাহালের হ্যাটট্রিক, এক ওভারেই ৪ উইকেট শিকার May 01, 2025
img
পরকীয়ার জেরে কনস্টেবল হত্যার ঘটনায় স্ত্রী ও বান্ধবী গ্রেফতার May 01, 2025
img
রাবি রেজিস্ট্রারের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ May 01, 2025
img
উত্তেজনা নিরসনে পাকিস্তানের সাথে কাজ করতে ভারতকে আহ্বান জানাল যুক্তরাষ্ট্র May 01, 2025
img
থমকে আছে বাফুফে গঠনতন্ত্র সংস্কার May 01, 2025