চাহালের হ্যাটট্রিক, এক ওভারেই ৪ উইকেট শিকার

ওভারের শুরু ওয়াইড দিয়ে। বৈধ প্রথম বলে ছক্কা। সেখান থেকে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়ালেন যুবেন্দ্র চাহাল। পরের পাঁচ বলে তুলে নিলেন চারটি উইকেট। পেয়ে গেলেন হ্যাটট্রিকের স্বাদও।

বুধবার (৩০ এপ্রিল) আইপিএলে চেন্নাই সুপার কিংসের ইনিংসের ১৯তম ওভারে এমন জাদুকরি বোলিং উপহার দেন পাঞ্জাব কিংসের অভিজ্ঞ স্পিনার। ২০২৩ সালে রাশিদ খানের পর আইপিএলে প্রথম হ্যাটট্রিক এটি। আফগান স্পিনারের আগে-পরের দুইটি হ্যাটট্রিকই চাহালের। ২০২২ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই স্বাদ পেয়েছিলেন তিনি। আইপিএলে একাধিক হ্যাটট্রিক করা তৃতীয় ক্রিকেটার চাহাল। তার সমান দুইটি আছে যুবরাজ সিংয়ের আর তিনটি অমিত মিশ্রার।

আরেকটি কীর্তি গড়েছেন আইপিএল ইতিহাসের সফলতম বোলার চাহাল। প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি এক ওভারে চার উইকেট নিলেন দুই দফায়। তিন বছর আগে তার প্রথম হ্যাটট্রিকের ওভারেও উইকেট ছিল চারটি। একবার করে এই নজির আছে মিশ্রা ও আন্দ্রে রাসেলের।

চেন্নাইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করা প্রথম বোলারও চাহাল। তার অর্জনের শেষ নয় এখানেই। আইপিএলে ইনিংসে চার বা এর বেশি উইকেট তিনি পেলেন মোট ৯ বার, সুনিল নারাইনকে ছাড়িয়ে এখানে এককভাবে চূড়ায় এখন ৩৪ বছর বয়সী ভারতীয় লেগ স্পিনার।

চিপকের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে এদিন নিজের প্রথম দুই ওভারে চাহাল দেন ২৩ রান। ইনিংসের ১৯তম ওভারে যখন নিজের তৃতীয় ওভারটি করতে আসেন তিনি, মন্থর ওভার রেটের কারণে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচ জনের জায়গায় চার জন ফিল্ডার নিয়ে তখন ফিল্ডিং করতে হয় পাঞ্জাবকে।

ওয়াইড দিয়ে শুরুর পর তাকে বেরিয়ে এসে লং অন দিয়ে বিশাল ছক্কায় ওড়ান মাহেন্দ্র সিং ধোনি। পরের বলে আরেকটি ছক্কার চেষ্টায় লং অফ বাউন্ডারিতে ধরা পড়েন চেন্নাই অধিনায়ক।

পরের বলে দিপাক হুদা নেন দুই রান। ওভারের শেষ তিন বলে হুদা, আনশুল কাম্বোজ ও নুর আহমাদকে ফিরিয়ে হ্যাটট্রিকের আনন্দে মাতেন চাহাল। হুডা পয়েন্টে ক্যাচ দেওয়ার পর বোল্ড হন আনশুল, ক্যাচ তুলে দেন নুর। তিন ওভারে ৩২ রান দিয়ে উইকেট চারটি নেন চেহেল। চার বল বাকি থাকতে চেন্নাই অলআউট হয় ১৯০ রানে।

আরএম/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ইপিজেড ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু May 02, 2025
img
শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসরুম করা হবে : শিক্ষা সচিব May 02, 2025
img
সিলেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার May 02, 2025
img
প্লাস্টিকের গৃহসামগ্রী ব্যবহার, বছরে প্রাণহানি সাড়ে ৩ লাখ May 02, 2025
img
সবচেয়ে বেশি অপতথ্য প্রচারের শিকার যে রাজনৈতিক দল May 02, 2025
img
ব্রাজিলের তারকাদের নিয়ে তীব্র সমালোচনায় রোমারিও! May 02, 2025
img
পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার অর্থমন্ত্রী চোই May 02, 2025
img
মেঘনা নদীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে প্রাণ হারালেন যুবক May 02, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চলাইট জ্বালিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০ May 02, 2025
img
যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ May 02, 2025