পরিবার নিয়ে সমুদ্র পাড়ে দেব

‘রঘু ডাকাত’-এর ব্যস্ততার মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিঘায় পৌঁছে গিয়েছেন দেব। তবে একা নয়, বুধবার জগন্নাথদেবের প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে সাংসদ-অভিনেতার সঙ্গী মা-বাবা এবং বোন। মন্দির উদ্বোধনের আগের সন্ধেতেই বঙ্গোপসাগরের সৈকতভূমিতে পা রেখেছেন তিনি। আর বুধবার দিনভর মন্দিরের আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বিকেলে সপরিবারে চলে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। আর সেখানেই লেন্সবন্দি হল সাংসদ-অভিনেতার ‘ফ্যামিলি টাইম’।

পুজোর সময়ে দেবকে দেখা গিয়েছিল হলুদ পাঞ্জাবিতে। আর অনুষ্ঠান শেষ হওয়ার পর ক্যাজুয়াল পোশাকে মা-বাবার সঙ্গে টলিউড তারকার দেখা মিলল সৈকতে। পরনে ধূসর রঙের টি-শার্ট। আর ‘রঘু ডাকাত’-এর জন্য বড় চুল-দাড়ি রাখতে হয়েছে তাঁকে। পড়ন্ত বিকেলে সৈকতে দাঁড়িয়ে নোনা জলে পা ভিজিয়ে সপরিবারে ফ্রেমবন্দি হলেন দেব। কখনও সেলফিতে মজে , আবার কখনও বা অনন্ত সমুদ্রকে সাক্ষী রেখে মা-বাবার হাসিমুখ ফ্রেমবন্দি করলেন তিনি। আর ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে শ্রীক্ষেত্র থেকে সেসব বিশেষ মুহূর্তই তুলে ধরলেন সাংসদ-অভিনেতা। সুপারস্টারের ব্যস্ত জীবনের অবসরে এ যেন একটু খোলা হাওয়া। একের পর এক ফ্রেম দেখেই বোঝা গেল, দেব যে বেশ উপভোগ করছেন।

প্রসঙ্গত, মন্দির উদ্বোধনের আগের সন্ধ্যায় দিঘায় মুখ্যমন্ত্রীকে ঘিরে সমাজের বিভিন্নক্ষেত্রের অতিথি-অভ‌্যাগতদের চা-চক্র হয়ে উঠেছিল বর্ণময় মিলন মেলা। আর সেখানেই অনুষ্ঠানের শেষপর্বে ধন্যবাদ দিতে উঠে দেব বলেন, “সম্প্রীতির ঐতিহাসিক মিলনক্ষেত্র দিঘায় জগন্নাথধামকে সাক্ষী রেখে মুখ্যমন্ত্রী গোটা দেশকে বার্তা দিয়েছেন। আসলে দিঘায় এখন পর্যটনের সঙ্গে আধ্যাত্মিকতার মিলন ঘটেছে বঙ্গোপসাগরের সৈকতভূমিতে। বিভেদ উড়িয়ে বাংলা থেকে ফের সম্প্রীতির নিশান উড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, বাংলা চিরকাল দেশকে পথ দেখিয়েছে, এবারও মুখ্যমন্ত্রী সেই পরম্পরা বজায় রেখেছেন।”

এসএন 

Share this news on: