পহেলগাঁও সন্ত্রাসের পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন। ক্ষোভের আগুন জ্বলে উঠেছে ভারতীয় বিনোদুনিয়ায়। পাকিস্তানের কোনও শিল্পীকেই ভারতের চৌকাঠ পেরতে দিতে নারাজ সিনে সংগঠনগুলি। জঙ্গিহামলার জেরে প্রতিবেশী দেশের শিল্পীরা যখন রোষানলে, তখন এমন আবহেই পাকিস্তানের সিনেদুনিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সদ্য মুক্তিপ্রাপ্ত পাক সিনেমা ‘শের’-এর টিজার দেখে রে-রে করে উঠেছে ভারতের নেটিজেনরা। তাঁদের অভিযোগ, রণবীর-দীপিকা অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘রাম লীলা’র গল্প চুরি করা হয়েছে।
২০১৩ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গোলিও কি রাসলীলা রাম লীলা’। সেই ছবির গল্পে প্রেমিক-প্রেমিকার ভূমিকায় একে-অপরের পারিবারিক শত্রু হিসেবে সম্মুখ সমরে দেখা গিয়েছিল রণবীর-দীপিকাকে। এবার পাকিস্তানি সিনেমা ‘শের’-এর ঝলক প্রকাশ্যে আসতেই ‘রাম লীলা’র গল্পের সঙ্গে মিল খুঁজে বের করল নেটপাড়া। টিজারে দেখা গিয়েছে, দানিশ তৈমুর এবং সারা খান একে-অপরের দিকে বন্দুক তাক করে রয়েছে। ঠিক যেমনটা রণবীর-দীপিকার ছবির আইকনিক দৃশ্যে দেখা গিয়েছিল। আর ভারতীয় সিনেমার সঙ্গে মিল পেয়েই ফের একবার নেটিজেনদের কাঠগড়ায় পাকিস্তানের সিনেদুনিয়া। কেউ কেউ তো আবার রাম লীলা ছবিটার সস্তা কপি বলতেও ছাড়লেন না! তবে বিতর্কের ঝড় বইলেও নির্মাতা কিংবা দুই পাক তারকার কেউই সংশ্লিষ্ট ইস্যুতে মুখ খোলেননি।
বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খানের মতো একাধিক শিল্পীরা। তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউডের ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ এদেশে নিষিদ্ধ। তার পর থেকেই পাক নাগরিকরা নানাভাবে বলিউডের খান-কাপুরদের কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। তবে মনে ভারত বিদ্বেষ থাকলেও বলিউডের সিনেমা-সিরিজ যে পাকিস্তানের দর্শকদের মনে রাজত্ব করে, গতবছরই গুগল তার প্রমাণ দিয়েছিল। এবার ‘শের’-এর টিজার প্রকাশ্যে আসায় ফের একবার পাক মুলুকের সিনেদুনিয়া কাঠগড়ায়।
এসএন