সুইডেনের রাজাকে রাষ্ট্রদূত ওয়াহিদার পরিচয়পত্র পেশ

সুইডেনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত ওয়াহিদা আহমেদ দেশটির রাজা কার্ল গুস্তাফের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

স্টকহোমের স্থানীয় সময় মঙ্গলবার (২৯ এপ্রিল) সুইডেনের রাজার কাছে পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

স্টকহোমের বাংলাদেশ দূতাবাস জানায়, সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রচার প্রধান, প্রোটোকল প্রধান, কূটনৈতিক কোরের প্রধান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয়। পরে প্রথানুযায়ী রাষ্ট্রদূতকে ঘোড়ার গাড়িতে করে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। সেখানে রাজা কার্ল গুস্তাফ আনুষ্ঠানিকভাবে তাকে শুভেচ্ছা জানান এবং সুইডেনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ওয়াহিদা আহমেদের পরিচয়পত্র গ্রহণ করেন।

রাষ্ট্রদূত রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা সুইডেনের রাজা এবং জনগণের কাছে পৌঁছে দেন। রাজা রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার কাছে সুইডেনের জনগণ এবং সরকারের শুভেচ্ছা পৌঁছে দেন।

রাষ্ট্রদূত ওয়াহিদা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার, অর্থাৎ সমাজে অন্তর্ভুক্তি অর্জনের লক্ষ্যে গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন করার বিষয়ে রাজাকে অবহিত করেন। রাজা অর্থনৈতিক উন্নয়ন এবং বাংলাদেশ যে গতিতে এগিয়ে চলেছে তার প্রশংসা করেন।

বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়। রোহিঙ্গাদের প্রতি অব্যাহত সমর্থনের জন্য সুইডেনকে ধন্যবাদ জানিয়ে নতুন রাষ্ট্রদূত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য সুইডেনকে একই ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কাউন্সিলর আমরীন জাহান এবং প্রথম সচিব শাহ মো. আশরাফুল আলম মোহন উপস্থিত ছিলেন।

আরএম/টিএ


Share this news on:

সর্বশেষ

img
মৌলিক সংস্কার আদায় না করে মাঠ ছেড়ে যাব না : সামান্তা শারমিন May 02, 2025
img
নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী বলে মন্তব্য হেফাজতে ইসলামের May 02, 2025
img
ওমানে দূতাবাসে সীমিত পরিসরে স্বাধীনতা দিবস May 02, 2025
img
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫ জন হাসপাতালে May 02, 2025
img
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশকে ঢেলে সাজাতে হবে : প্রধান বিচারপতি May 02, 2025
img
আমরা কোনো প্রেসে তালা দেইনি, সাংবাদিককে চাকরিচ্যুতও করিনি:প্রেস সচিব May 02, 2025
img
খাল খনন বিএনপির রাজনীতির অন্যতম খুঁটি : আমীর খসরু May 02, 2025
img
‘আমিন আমিন’ ধ্বনিতে সমাপ্ত হলো দাওয়াতে ইসলামীর ইজতেমা May 02, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ : স্নিগ্ধ May 02, 2025
img
পত্রিকার হকার আনিছুর হত্যা মামলায় ৪ জন গ্রেফতার May 02, 2025