পাকিস্তানের প্রধান কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ আজহার মাহমুদের
মোজো ডেস্ক 11:08AM, May 01, 2025
পাকিস্তানের প্রধান কোচ হতে চান সাবেক তারকা অলরাউন্ডার আজহার মাহমুদ। তিনি এর আগেও পাকিস্তান জাতীয় দলের বিভিন্ন কোচিং দায়িত্বে কাজ করেছেন। ফেব্রুয়ারির পর থেকে কোচ ছাড়াই বাবর ও রিজওয়ানদের ড্রেসিংরুম পরিচালিত হচ্ছে, তবে পিসিবি এখনো নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত নেয়নি।
আজহার মাহমুদ এর আগে ২০১৬-১৯ পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচ ছিলেন। ২০২৪ সালে তাকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ করে নিউজিল্যান্ড সফরে যায় জাতীয় দল। সেই সময় পাকিস্তান কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা নিয়ে ফেরে।
তবে পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে আগে থেকেই আছেন আরও দুজন। তাদের মধ্যে অনেকটাই এগিয়ে মাইক হেসন। এ ছাড়া পাক কিংবদন্তি সাকলাইন মুশতাকও আছেন এই প্রতিযোগিতায়। কোচ পদে আবেদনের শেষ সময় ধরা হয়েছে আগামী ৪ মে।