ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’। মুক্তির পর থেকে হইচই ফেলে দিয়েছে চারদিকে। এ সিনেমার মাধ্যমে দেশীয় চলচ্চিত্রকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন শাকিব খান। বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি চলছে ‘বরবাদ’।
বরবাদের সাফল্যে এখন তুমুল আলোচিত দেশের শীর্ষ সুপারস্টার শাকিব খান। একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। দীর্ঘ তিন যুগ ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ইন্ডাস্ট্রিতে। নিজেকে বহুবার ভেঙেছেন, আবার গড়েছেন নতুন করে।
কাজের ক্ষেত্রে প্রচন্ড পরিশ্রমী এ সুপারস্টার আজ বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে শোবিজ অঙ্গনের শ্রমজীবী মানুষদের জানালেন শ্রদ্ধা।
‘মহান মে দিবস’ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লেখা প্রকাশ করেছেন শাকিব খান। সেখানে দিনটি উপলক্ষে শুটিংকর্মীদের শ্রদ্ধা জানিয়েছেন শাকিব খান। তাদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে এই নায়ক লিখেছেন, ‘দিন-রাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ।
তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রত্যেকটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম। প্রযোজক, পরিচালক কিংবা অভিনয়শিল্পীদের বসার চেয়ার এগিয়ে দেওয়া থেকে শুরু করে লাইট বসানো, সেট তৈরি, খাবার পরিবেশন; সব কিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য এক ছায়ার মতো।’
তিনি আরও লেখেন, ‘একটি ভালো চলচ্চিত্র নির্মাণে এসব শ্রমিকদের অবদান অপরিসীম। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো চলচ্চিত্রই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা জানাই এসব শুটিংকর্মীসহ পৃথিবীর প্রতিটি শ্রেণি-পেশার পরিশ্রমী মানুষদের, যাঁরা নীরবে-নিভৃতে নিজেদের শ্রম দিয়ে যান আমাদের কাজগুলো সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে।’
এসএম/টিএ