বুয়েটের কনসার্ট থেকে বাদ পড়ে যা বললেন ন্যান্সি

বুয়েট ক্লাব আয়োজিত অনুষ্ঠানে গত বুধবার গান গাওয়ার কথা ছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির। কিন্তু গত মঙ্গলবার তাকে অনুষ্ঠানে না গাওয়ার কথা জানিয়ে দেন আয়োজকরা।

এ নিয়ে মুখ খুলেছেন এই স্পষ্ঠভাষী শিল্পী। তিনি গতকাল জানান, ‘আজকে সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। গতরাতে জানতে পারি আমাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কারণ হিসেবে আয়োজকরা তাকে জানায়, বুয়েট ক্লাবের সভাপতি পদপ্রার্থী তাদের (আয়োজকদের) জানিয়েছে, রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে শিল্পীদের নামের তালিকা দেখে। তাদের কথায়, রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এমন কোনো শিল্পী অনুষ্ঠানে অংশ নিলে তারা অনুষ্ঠান বয়কট করবে। আর শিল্পীকে এটি জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে ‘

এ বিষয়ে প্রশ্ন রেখে ন্যান্সি বলেন, ‘বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করেই আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? আমি কি যেচে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম নাকি আপনারা অতি আগ্রহী ছিলেন? বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রীম সম্মানী না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে?’
সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি

সবশেষ ন্যান্সি বলেন, ‘নিয়ম অনুযায়ী পুরো সম্মানী আমার বাসায় অতি দ্রুত পাঠিয়ে দেবেন। অনুষ্ঠানের একটি প্রমো ভিডিও তারা তৈরি করেছিল, যেখানে আমার নামের আগে বিশেষণ দেওয়া হয়েছে ‘মেলোডি কুইন’! আপনারা পারেনও বটে!’

এদিকে সম্প্রতি মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ন্যান্সি। মেক্সিকো সিটির বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বর্ষপূর্তিতে গান গাইতেই ছিল তার এ সফর।

অন্যদিকে, গত সোমবার সন্ধ্যায় ন্যান্সির নতুন গান প্রকাশ হয়েছে। গানের শিরোনাম ‘জানি আমি নেই’। গানটি লিখেছেন ও সুর করেছেন শাকিলুর রহমান প্রিন্স। আর সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। ন্যানসির নিজের ইউটিউব চ্যানেলে স্যাড-রোমান্টিক এ গানটি প্রকাশ হয়েছে।

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
রাবি উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত করল ছাত্রশিবির May 01, 2025
বুয়েট ক্লাবের কনসার্ট থেকে বাদ নিয়ে অভিযোগ তুললেন ন্যান্সি May 01, 2025
ইমরানের সঙ্গে চাচাতো বোন আলিয়ার রসায়ন, দেখা যাবে রোমান্টিক দৃশ্যে May 01, 2025
যে নীতি অনুসরণ করে সফলতা পেল মিস্টার বিস্ট May 01, 2025
অবশেষে ট্রাম্পের কথা শুনলেন জেলেনস্কি, খনিজে দিলেন ভাগ! May 01, 2025
img
বিদ্যাকে নিয়ে রিমেকে অক্ষয়! May 01, 2025
সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মুক্তিযোদ্ধা সনদই ‘ভুয়া’ May 01, 2025
img
এপ্রিলে ড. ইউনূসকে ঘিরেই সর্বোচ্চ ভুল তথ্য ছড়ায়: রিউমর স্ক্যানার May 01, 2025
হাওড়ে ফসল রক্ষার নামে লুটপাট ৬০০ কোটি টাকা May 01, 2025
img
‘একটা ভিডিও ক্লিপ দিয়েও এখন জাতীয় দলে ডাক পাওয়া যায়’ May 01, 2025