অভিনয়ে ধারাবাহিক ব্যর্থতা, এবার আর্মি হচ্ছেন সালমান খান

গত এক দশকে বলতে গেলে সাফল্যের মুখ খুব একটা দেখেননি বলিউডের ভাইজান সালমান খান। টানা ব্যর্থতার পর ক্যারিয়ারের কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এ মেগাস্টার। তার সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এরপরই বেশ সতর্ক অবস্থান অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছেন ভাইজান।

ভক্তদের জানিয়েছেন, এখন থেকে গল্প বেছেই কাজ করবেন। আর তারই প্রেক্ষিতে এবার আর্মি অফিসারের ভূমিকায় অভিনয় করতে চলেছেন সালমান। ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুসারে এমনটাই জানা যাচ্ছে।রিপোর্ট বলছে, নির্মাতা অপূর্ব লাখিয়ার পরবর্তী প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন সালমান খান।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্র জর্ডি প্যাটেলের মাধ্যমে সালমান খানের সঙ্গে অপূর্ব লাখিয়ার পরিচয় হয়। সেখানেই ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩’ উপন্যাস নিয়ে আড্ডা চলাকালীন সলমন এই বইয়ের চিত্রনাট্যের ভাবনায় নাকি আগ্রহী হয়ে ওঠেন।
 
জানা গেছে, সালমান গলওয়ান উপত্যকার ২০২০ সালের সংঘর্ষের প্রেক্ষাপটে এক সেনা অফিসারের চরিত্রে অভিনয় করার ভাবনায় বেশ আগ্রহ প্রকাশ করেছেন। যদি সব ঠিকঠাক চলে, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধেই সিনেমার শুটিং শুরু হতে পারে।

কবীর খান ও আলি আব্বাস জাফরের মতো পরিচিত পরিচালকদের সিনেমার প্রস্তাব পেয়েও সালমান এই নতুন পরিচালকের প্রজেক্টকে বেছে নিয়েছেন। একের পর এক ব্যর্থতার পর নতুন কারও সঙ্গে কাজ করার আগ্রহ থেকেই সালমান এই চিত্রনাট্য বেছে নিয়েছেন বলে ধারনা করা হচ্ছে। এতে সালমান ছাড়াও থাকবেন আরও চারজন দক্ষ অভিনেতা।
 
সালমান খানকে নিয়ে সর্বশেষ গুঞ্জন ছিল, দক্ষিণের নির্মাতা অ্যাটলির সঙ্গে একটি অ্যাকশনধর্মী সিনেমা বানাতে যাচ্ছেন তিনি। অ্যাটলির ৬০০ কোটি টাকার প্রজেক্টে সালমানকে নেয়ার পরিকল্পনা থাকলেও প্রযোজনা সংস্থা সেই ঝুঁকি নিতে রাজি হয়নি।

এরই মধ্যে নতুন আশার আলো জ্বালাতে এগিয়ে এসেছেন পরিচালক অপূর্ব লাখিয়া। যদিও আসন্ন সিনেমা প্রসঙ্গে এখনও কোনো বক্তব্য দেননি অপূর্ব লাখিয়া। সালমান খানের মুখ থেকেও শোনা যায়নি তার পরবর্তী কাজের নাম। তবে গুঞ্জন সত্যি হলে, খুব শিগগিরই সালমান ভক্তরা তাকে সেনা অফিসারের ভূমিকায় দেখতে যাচ্ছেন।

এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত দেখতে চায় জনগণ May 01, 2025
img
বুয়েটের কনসার্ট থেকে বাদ পড়ে যা বললেন ন্যান্সি May 01, 2025
img
মববাজি দিয়ে দেশের মানুষের ওপর অত্যাচার মেনে নেব না: জিএম কাদের May 01, 2025
ভালো ও খারাপ মুহূর্তে যা করবেন May 01, 2025
img
সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে সরকারের একটি অংশ বিরোধ উসকে দিতে চায় : তারেক রহমান May 01, 2025
প্রেক্ষাগৃহ কাঁপাচ্ছে ঈদের ৪ সিনেমা May 01, 2025
চেন্নাইয়ের বিদায়, ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেন ধোনি! May 01, 2025
আফ্রিদির ভাইকে হত্যা করেছে বিএসএফ, আসাদউদ্দিন ওয়াইসির স্বীকারোক্তি! May 01, 2025
শিখর-সাকিবের পর মাগুরার হাল ধরছে কে? May 01, 2025
img
দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন নিয়ে যা বললেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল May 01, 2025